Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
২টা থেকে ৫টা ? মনে করেন নামাজ পরে বাসায় আসতে আসতে ২টা বেজে যাবে, তারপর মিটআপ স্পটে আসতে আসতে মিনিমাম ১ ঘন্টা! ৩টার আগে তো কিছুতেই হচ্ছে না। ৩-৬ টা করবো ? সন্ধ্যে হয়ে যাবে নাতো ?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
২টা থেকে ৫টা ? মনে করেন নামাজ পরে বাসায় আসতে আসতে ২টা বেজে যাবে, তারপর মিটআপ স্পটে আসতে আসতে মিনিমাম ১ ঘন্টা! ৩টার আগে তো কিছুতেই হচ্ছে না। ৩-৬ টা করবো ? সন্ধ্যে হয়ে যাবে নাতো ?
আমাদের এইখানে মসজিদে নামাজ শুরুই হয় ১টা ২৫/৩০ মিনিটে নামাজ শেষে ঘরে ঢুকতে মিনিমাম সোয়া দুইটা হবে
যাহোক আমার সমস্যা নাই, আমি দেরিতে পৌছালেও চলে আসব, আর এমনিতে আমি মিরপুরেই থাকি ১০ নাম্বারে
উত্তরা, গুলশান, মিরপুর, বনানী এসব এলাকায় হলে আসবোনা।
লাইভ ব্রডকাস্টিং নিয়া কোন চিন্তা ভাবনা আছে ?
যেখানেই করেন সেখানে যেন বাস কানেক্টিভিটি থাকে, (বা এর আশে পাশে) তাতে আমার মত যারা ঢাকার বাইরে থেকে যোগ দিয়ে আবার ঐদিনই ফিরে আসবে তাদের একটু সাহায্য হবে।
সন্ধ্যা হয়ে গেলে রাস্তা ঘাটে কোন না কোন সমস্যা হলেও হতে পারে, দিনে দিনে হলে ভালো হয়
পান্থপথের দিকে হলে ভাল হয়। এতে সবার আসতে সুবিধা হবে।
রমা,তুই আমার নাম দিয়েছিস কোন ভরসায়???
আশা করছি আজ রাতের মধ্যে admin একাউন্ট থেকে অফিসিয়াল একটা টপিক খোলা হবে এবং ডিটেইলস গুলো সেই টপিকেই জানিয়ে দেওয়া হবে।
সবাই অপেক্ষায় থাকলো , শুনেছি রমা'দা অসুস্থ সেই ব্যাপারেও সকলেই খোজ খবর রাখলে ভালো হয়
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
০.০৪৮৭০২৯৫৫২৪৫৯৭২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৫.৩৮১৯৭৭৫১০৭০৯ টি কোয়েরী চলেছে