Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
ভেন্যুটা মহাখালি বা ফার্মগেট এলাকায় করা যায় কিনা একটু ভেবে দেখবেন।
দাদা বনানীই রাখুক । ঐটাই ভালো হয়।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
ভেন্যুটা মহাখালি বা ফার্মগেট এলাকায় করা যায় কিনা একটু ভেবে দেখবেন।
দাদা বনানীই রাখুক । ঐটাই ভালো হয়।
মিট আপ এর পোস্ট বলেই আসলাম এখানে।
আমার মতে সকাল ১১টা না করে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত করলে বরং ভাল হবে। কারণ সকাল সকাল রওয়ানা দেয়াটা অনেক কঠিন হয়ে পড়বে আবার নামাজ এর জন্য একটা বিরতি দিলে কিন্তু আমাদের হাতে সময়ও বেশি থাকবে না। নামাজ এর জন্য সময় যদি ১ ঘন্টা ধরি, তাহলে মুলত নামাজ এ যাওয়ার আগেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এর চেয়ে সবাই নামাজ পড়ে রওয়ানা দিলে ২টার মধ্যে আসতে পারবে। আর কেউ যদি একটু দূর থেকে রওয়ানা দেয় তাহলে সবাই হয়তো পান্থপথের ওখানে দেখা করে (যারা নামাজ পড়বে), ওখানকার মসজিদ এ নামাজ পড়েই অনুষ্ঠান এ আসতে পারবে।
আমার জন্য আসলে সকাল বেলাটা আসাই পসিবল না। ওইদিন বাসা থেইকা আগেই প্রোগ্রাম বুক কইরা রাখসে সকাল বেলা। বিদেশ থেইকা বিলাল ইউসুফ আসবে, ওনার প্রোগ্রাম এ সকাল বেলা যাইতে হবে। তাই দূপুরে হলে আমার বেশ ভালো হয়।
যাই বা না যাই প্রজন্ম-লিকসের মাধ্যমে ব্রাসুদা সহ অনেকের চেহারা মোবারক দেখার অপেক্ষায় থাকলাম
১০ জনের মত রেজিস্ট্রেশন করেছেন। (নাদিয়া, মাইর চিনো ??? ) আর এর সাথে সম্ভবত GeekHouse ফ্যামিলিও জয়েন করবে। আর সাথে ফোরামের সিনিয়র মেম্বার কয়েকজনকে খবর দিবো, উনারাও আসলে, সেক্ষেত্রে পার্টিসিপেন্ট মোটামুটি ২০ পার হয়ে যাচ্ছে। ২০ জনের বেশী হলে কোথায় ভাল হবে সেটা অলরেডী খোজ নেয়া শুরু করতে পারেন।
আর দেখি সকালের মধ্যে ফর্মটা অন্যভাবে একটু আপডেট করে নেয়া যায় কিনা। তাহলে আরো ফ্লেক্সিবল হবে সবার জন্য।
আর একটা কথা, যেহেতু, মোটামুটি বড় একটা সংখ্যা, কাজেই একটু নিরিবিলি জায়গা হলে ভাল হয়, যাতে অন্যরা আমাদের দ্বারা ডিসটার্বড না হয়, আবার আমরাও ডিসটার্ব বা বিব্রত বোধ না করি।
১০ জনের মত রেজিস্ট্রেশন করেছেন। (নাদিয়া, মাইর চিনো ???
) আর এর সাথে সম্ভবত GeekHouse ফ্যামিলিও জয়েন করবে। আর সাথে ফোরামের সিনিয়র মেম্বার কয়েকজনকে খবর দিবো, উনারাও আসলে, সেক্ষেত্রে পার্টিসিপেন্ট মোটামুটি ২০ পার হয়ে যাচ্ছে। ২০ জনের বেশী হলে কোথায় ভাল হবে সেটা অলরেডী খোজ নেয়া শুরু করতে পারেন।
আর দেখি সকালের মধ্যে ফর্মটা অন্যভাবে একটু আপডেট করে নেয়া যায় কিনা। তাহলে আরো ফ্লেক্সিবল হবে সবার জন্য।
আর একটা কথা, যেহেতু, মোটামুটি বড় একটা সংখ্যা, কাজেই একটু নিরিবিলি জায়গা হলে ভাল হয়, যাতে অন্যরা আমাদের দ্বারা ডিসটার্বড না হয়, আবার আমরাও ডিসটার্ব বা বিব্রত বোধ না করি।
মেহেদী ভাইয়া দুপুরে ইলিয়াস দার সাথে কথা হয়েছিল , আপনার সাথে যদিও যোগাযোগ করতে বলেছিলেন কিন্তু সময়ের অভাবে আর একটু ব্যাস্ত থাকায় করা হয়ে উঠে নি ।
যাইহোক সিদ্ধান্ত গ্রহনের দায়িত্ব গুলো এজ লাইক ভ্যানু , কি কি আয়োজন থাকছে ইত্যাদি ইত্যাদি আপনারা কাইন্ডলি নিলে ভালো হয় না সহযোগীতার জন্য না হয় আমরা আপনাদের সাথে সাথেই থাকলাম
যাইহোক সিদ্ধান্ত গ্রহনের দায়িত্ব গুলো এজ লাইক ভ্যানু , কি কি আয়োজন থাকছে ইত্যাদি ইত্যাদি আপনারা কাইন্ডলি নিলে ভালো হয় না
ইচ্ছে ছিল, কিন্তু আমি ১৫-১৬ তারিখের আগে সময় বের করতে পারবো না মোটেই। আজকেই বাসায় ঢুকেছি পৌনে ১১টার সময়। শুক্রবারে ভেবেছিলাম বাসায় যাবো, সেটাও যেতে পারছি না, আটকে গেছি। সবমিলিয়ে আমার জন্য খোজখবর নেয়াটা আসলেই কষ্ট হয়ে যাবে। কেউ একজন সহযোগিতা করলে খুবই ভাল হতো। দেখি, আমি রাসেল, ইমরান তুষার বা আগেরবার যারা অন্তত সাহায্য করেছিল তাদের সাথে কথা বলে।
আরেকটা ব্যাপার নিয়ে ইলিয়াস ভাইয়ের সাথে কথা হলো, আপাতত সেটা আর ডিসকাস করছি না। দেখা যাক কি করা যায়।
পান্থপথে হলে তো আমার বাসার পাশেই অনুষ্ঠান হবে। যদি পান্থপথে অনুষ্ঠান হয় তবে অনুষ্ঠান শেষ হবার সময় ঘটনা স্থল থেকে চুপিচুপি ঘুরে আসবো নে
রেস্টুরেন্ট বাদ দিয়ে কোনো খোলা যায়গায় আয়োজন করলে সবচেয়ে ভালো হয়।
=> গেট টুগেদার এই মুহুূর্তে অফিশিয়াল।
=> ক্যাটাগরী চেঙ্জ করে নোটিশবোর্ডে এবং সাথে স্টিকি করা হলো।
লোকেশন হিসেবে মিরপুর ডিওএইচএস কেমন হবে ? এদিকটায় বেশ খোলামেলা এরিয়াতে একটা রেস্টুরেন্ট আছে। খরচের ব্যাপারটা শিওর হয়ে আমি বা বাবর রাতে আপডেট দিবো একটা। অনূকুলে হলে জায়গাটা বেশ সুন্দর, আড্ডাবাজী করার জন্য ডেফিনিটলি সুন্দর!
১০ জনের মত রেজিস্ট্রেশন করেছেন। (নাদিয়া, মাইর চিনো ???
) আর এর সাথে সম্ভবত GeekHouse ফ্যামিলিও জয়েন করবে। আর সাথে ফোরামের সিনিয়র মেম্বার কয়েকজনকে খবর দিবো, উনারাও আসলে, সেক্ষেত্রে পার্টিসিপেন্ট মোটামুটি ২০ পার হয়ে যাচ্ছে। ২০ জনের বেশী হলে কোথায় ভাল হবে সেটা অলরেডী খোজ নেয়া শুরু করতে পারেন।
আর দেখি সকালের মধ্যে ফর্মটা অন্যভাবে একটু আপডেট করে নেয়া যায় কিনা। তাহলে আরো ফ্লেক্সিবল হবে সবার জন্য।
আর একটা কথা, যেহেতু, মোটামুটি বড় একটা সংখ্যা, কাজেই একটু নিরিবিলি জায়গা হলে ভাল হয়, যাতে অন্যরা আমাদের দ্বারা ডিসটার্বড না হয়, আবার আমরাও ডিসটার্ব বা বিব্রত বোধ না করি।
কথা দিতে পারছি না । যদি সুুযোগ হয় তাহলে কি টাকা পরে দিলে হবে । কোন সমস্যা হবে আসলে?
কথা দিতে পারছি না । যদি সুুযোগ হয় তাহলে কি টাকা পরে দিলে হবে । কোন সমস্যা হবে আসলে?
চলে আসেন, ছোট ভাইয়েরা আছে কি করতে ? আর তার উপরে যখন ইলিয়াস ভাইয়ের মত ভাই আছেন।
ইলিয়াস লিখেছেন:ভেন্যুটা মহাখালি বা ফার্মগেট এলাকায় করা যায় কিনা একটু ভেবে দেখবেন।
দাদা বনানীই রাখুক। ঐটাই ভালো হয়।
বনানী গুলশান এলাকায় হলে তো মহা চমৎকার হয়
মেহেদী ভাইয়ের প্রস্তাবিত এলাকাটি গুগল ম্যাপে ঘুরে দেখতে পারেন। Papye's Convention Center
https://www.google.com/maps/place/Papye's+Convention+Center/@23.835434,90.376266,89m/data=!3m1!1e3!4m2!3m1!1s0x0:0x3c67ec7eb4e53e50
কোন জায়গাটি ঠিক হবে ফাইনালি কখন জানবো?
কোন জায়গাটি ঠিক হবে ফাইনালি কখন জানবো?
আশাকরি রাতের মধ্যেই ভেন্যু এবং আনুষাঙ্গিক সকল বিষয় বিস্তারিত জানতে পারবেন।
লোকেশন হিসেবে মিরপুর ডিওএইচএস কেমন হবে ? এদিকটায় বেশ খোলামেলা এরিয়াতে একটা রেস্টুরেন্ট আছে।
শেষ পর্যন্ত ঘুরে ফিরে আপনারা আমার এলাকায় আসার চিন্তা ভাবনা করছেন দেখি।এটা তো আমার এলাকা
শেষ পর্যন্ত ঘুরে ফিরে আপনারা আমার এলাকায় আসার চিন্তা ভাবনা করছেন দেখি।এটা তো আমার এলাকা
তাহলে তো আপনার কাজ বেড়ে গেল, খোজ খবর নিয়ে জানান দেখি লোকেশনটা কতটুকু উপযুক্ত হবে।
পাপাই কনভেনশন সেন্টার নামটা শোনা, কখনো যাওয়া হয়নি, তবুও খোঁজ করার চেষ্টা করতেছি
আমি জানি এই বিষয়ে কোন কথা বলার অধিকার আমার নাই (কারণ আমি যাবো না) তাও বলছি, ঢাকার মাঝখানে হলে পুরা ঢাকা কভার হবে। যেমন-বানানী,ফার্মগেট,ধানমন্ডি,শাহবাগ । মিরপুর বা উত্তরা একেবারে শেষ প্রান্তে হয়ে যায়। কিন্তু খরচ ও স্পেসের অভাবের জন্য ঢাকার কিনারে করা যেতে পারে। আর অনুষ্ঠান দুপুর ২ হতে বিকাল ৫ পর্যন্ত হলে ভালো হয়।
তাহলে তো আপনার কাজ বেড়ে গেল, খোজ খবর নিয়ে জানান দেখি লোকেশনটা কতটুকু উপযুক্ত হবে।
লোকেশন এর কথা আর কি বলব সবচেয়ে সুবিধা আমার আর বাবর ভাইয়ের হবে।যারা ঢাকা দুরদুরান্ত থেকে আসবে তাদের সবাইকে মিরপুর সেকশন ১২ তে আসতে হবে যেটা শেষ স্ট্যান্ড। ঐ খান থেকে ২০ টাকার মত রিকশা ভাড়া নিতে হবে লোকেশন এ পেীছাতে। উওরা বনানী এই খান থেকে লোকজনের আসতে তেমন সমস্যা হওয়ার কথা না।মিরপুর ফ্লাইওভার দিয়ে খুব সহজেই চলে আসতে পারবে।কিন্তু আর যারা অন্যান জায়গা থেকে আসবে তাদের হয়ত একটু সময় লাগবে।যাতায়াত ব্যবস্থা বেশ ভাল মোটামুটি সব জায়গায় মুভ করা যায়।রাস্তাঘাটে কুনু জ্যাম না থাকলে ১ থেকে ১.৩০ ঘন্টার মধ্যে রাজধানীর যে কোন জায়গা থেকে মুভ করা যাবে মনে হয়।ঢাকার ফোরামিকদের তো সমস্যা হওয়ার কথা না কারন আমার মনে হয় কমবেশি সবারই মিরপুরে আসার এক্সপ্রিরিয়ান্স আছে। আর ঢাকার মধ্যে এরকম এলাকা আসলে সব জায়গায় পাওয়া যায় না।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
০.০৮৭৭৭১৮৯২৫৪৭৬০৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৯০৪০৫১১৫৪১৭৪ টি কোয়েরী চলেছে