টপিকঃ গেমসংক্রান্ত ঝামেলা...
পিসির কনফিগারেশন:-
প্রসেসর: ডুয়েলকোর
র্যাম: ৪ জিবি
মাদারবোর্ড: ইন্টেলG41RQ
হার্ডড্রাইভ: ১টিবি
গ্রাফিক্সকার্ড: Gigabyte NVDIA Gforce 220 1GB (এটা ডিরেক্ট এক্স ১০.১ পর্যন্ত সাপোর্ট করে)
এই কনফিগারেশনে হাইরেজুলেশনের গেম ভালভাবেই চলার কথা। ''কল অফ ডিউটি ৪: মডার্ণ ওয়েফার'' পর্যন্ত ভালভাবেই চলছে। কিন্তু গতকাল ''কল অফ ডিউটি ব্ল্যাক অফস", "স্নাইফার এলিট" এই গেমগুলো ভালভাবে সেটাপ দিয়ে প্লে করতে গেলেই এই ম্যাসেজ আসে। -
ব্যাপরখানা ঠিক বুঝলাম না। আবার ছোট ছোট গেমগুলো, যেগুলো গ্রাফিক্সকার্ড ছাড়াই ভালভাবে খেলা যায় সেগুলো প্লে করতে গেলে ভালভাবে প্লে হয় না। স্ক্রিণ কখন ঘোলাটে হয়ে যায় বা কখনও স্ক্রীণ ভেঙ্গে ভেঙ্গে আসে।
অভিজ্ঞ ভাইদের কাছে জানতে চাই:-
১. ব্ল্যাক অফস কিংবা স্নাইপার এলিট এর মত গেম চালাতে গেলে এই ম্যাসেজ আসে কেন। সমস্যা কি?
২. ছোট গেম চালাতে গেলে স্ক্রীণ ভেঙ্গে যায় কেন?
৩.শুনেছি গ্রাফিক্সকার্ড দিয়ে নাকি HD মুভি দেখা যায়। এটা কিভাবে সম্ভব? আমার পিসিতে অনেক HD প্রিন্টের মুভি আছে। গ্রাফিক্সকার্ড দিয়ে দেখলে তো সেগুলো আরও ঝকঝকে দেখার কথা। কিন্তু আমি আগে যেভাবে মুভি দেখতাম গ্রাফিক্সকার্ড ছাড়া, এখন গ্রাফিক্সকার্ড দিয়েও একইভাবে দেখি । অথ্যাৎ মুভির প্রিন্টের মধ্যে কোনও পর্থক্য দেখি না।