আমি বিস্তারিত টপিকটা আগে খেয়াল করি নি। যাইহোক, এখানে আমার কিছু রিকমেন্ডেশন ছিল:
১) ২০ তারিখ দিনটি শুক্রবার। নামাজ পড়ার জন্য মোটামুটি ১ টা থেকে ২টা পর্যন্ত সময় এমনিতেই দরকার পড়বে। কাজেই সেক্ষেত্রে ১১ টা থেকে ৩টা টাইম শিডিউল একটু এলোমেলো লাগতে পারে। ১০টা থেকে শুরু করলে ভাল হয়।
২) ওয়েদার আপডেট বলছে ওইদিন আবহাওয়া মোটামুটি থাকবে। যারা দূরে থেকে আসবে তাদের কষ্ট হওয়ার কথা নয়।
৩) ৩০০ টাকা খরচ হিসেবে বেশীই হয়ে যাবে হয়তো। অনেকেই বেশ দূরে থেকে আসবেন। তাদের আসতেও বাড়তি খরচের ব্যাপার আছে।
৪) ইভেন্টে কি কি থাকবে না থাকবে সেটার একটা প্লানিং করে রাখলে ভাল হবে। না হলে মেসি একটা সিচুয়েশন দাড়াবে শেষমেষ।
আর, কে কে আসবে সেটা নিয়ে এভাবে পোষ্টের পর পোস্ট করার থেকে, একটা ফর্ম বানিয়ে নিলেই বোধহয় ভাল হতো।
সো আমি নিজেই একটা ফর্ম বানিয়ে দিলাম। যারা যারা আসতে ইচ্ছুক, তারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেললেই হবে। একটা লিস্টও থাকবে, সবকিছু ওখান থেকে সহজে ম্যানেজ করা যাবে তাহলে।
মিটআপ'২০১৪ রেজিস্ট্রেশন ফর্ম