টপিকঃ প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
মনের টানে মেতে উঠি প্রাণের উন্মাদনায়
------------------------------------------------------------------------------
২৮ জানুয়ারী ২০১১ স্থান বনানীস্থ রোল এক্সপ্রেস রেস্টুরেন্ট সকাল থেকে একে একে মুখরিত হয়ে উঠে কিছু প্রিয় মুখ আর হৃদয়ের স্পন্দনে , যারা ছিল এতদিন মনিটরের পেছনে সেই মানুষ গুলোর প্রাণের উচ্ছাসে রঙ্গীন হয়ে উঠেছিল সেই দিনটি ,
কি ছিল সেই দিনে , কি এমন হয়েছিল ???
সেই দিনটি ছিল আমাদের প্রিয় প্রজন্ম ফোরামের ২য় মিলন মেলা যার প্রধান আয়োজক ছিলেন আমাদের অতি প্রিয় এবং প্রজন্ম পিতা হাঙ্গরিকোডার ভাইয়া ।
কথা ছিল “আসছে বছর আবার হবে”
কিন্তু সেই বছরটা যে ঠিক কবে বা কোন বছর সেইটা নিয়ে মনে হয় কম বেশি সবারই সন্দেহ আছে আর সেটা আদৌ আসবে কি না ঈশ্বর মালুম !!
এই ভাবেই কেটে গেলো একে একে ৩ বছর কিন্তু এলো না সেই প্রিয় ক্ষন !
২০১২ সালের ফেব্রুয়ারীতে মেহেদী ৮৩ ভাইয়া একটা উদ্যোগ নিলেন প্রজন্ম মিলন মেলা ২০১২ আয়োজনের জন্য কিন্ত সেই ছোট গল্পের মতোন শেষ হয়েও হইলো না শেষের মতোই আর হইলো না , যার অন্যতম কারণ ছিল থাক আর নাই বা বলি টপিক পড়লেই তো বোঝা যায়
এরো ঠিক ১ বছর পরে ২০১৩ সালে ছবি আপুও একটা চ্যায়ার ম্যান মার্কা উদ্যোগ নিলেন যেটাও আর হবে হবে করেও হয়ে উঠলো না টপিক প্রর্যন্তই হয়ে থাকলো পেলো না বাস্তবতা!
মাঝে জেমস বন্ড একটা অনলাইন মিটাপ অর্গানাইজড করলো অনেকটা দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো হলেও আয়োজন এবং উদ্যোগটা ছিল সফল একটা উদ্যোগ
ফেসবুক এবং মুঠোফোনের সুবাদে প্রজন্ম ফোরামের অনেক সদস্যের সাথেই আমার ব্যাক্তিগত ভাবে ভালো সম্পর্ক প্রতিষ্ঠিত , তাদের সবারই একটাই চাওয়া প্রজন্ম মিটাপ সেই সুবাদেই গত ৬ তারিখে ৩য় বারের মতো আমি একটা উদ্যোগ হাতে নেয় প্রজন্ম ফোরামের মিটাপে স্বপ্ন থেকে বাস্তবতার একটা পরশ বুলানোর জন্য, ঠিক করি ইলিয়াস ভাই যেহেতু আমাদের সবার শ্রদ্ধেয় তাই তাকে সভাপতি করে মেহদী ৮৩ ভাইয়া , ছবি আপু আর বাবর ভাইয়াকে নিয়ে একটি কমেটি করে যদি আগানো যায় তাহলে কাজটা অনেক সুন্দর হবে , তারা শুধু তারিখ , ভ্যানু আর কি কি আয়োজন থাকবে সে গুলো ঠিক করে দিল তারপর বাকি কাজগুলো সুন্দরভাবে এরেঞ্জমেন্টের জন্য আমি সহ আমরা কয়েকজন তো আছিই...সেই ভাবনা থেকে গোবাতে যোগাযোগ করলাম উনাদের সাথে এরই সাথে ফেসবুক এবং গোবাতে পাঠিয়ে দিলাম ফোরামিক সদস্যদের আমন্তন বার্তা এবং সদস্যদের চমৎকার সারাও পাওয়া গেলো মাগার এডমিন প্যানেলের অভুত পূর্ব সারা পেয়ে চমকিত এবং বিস্মিত !
ছবি আপুর কাছ থেকে ঠিক যেমনটা এক্সপেক্ট করেছিলাম তিনি সেই মতাবেকই উত্তর পাঠিয়েছেন , মেহেদী ৮৩ ভাইয়া প্রথমে সাড়া দিয়েছিলেন এবং চেষ্টাও করেছিলেন যার জন্য তাকে অনেক ধন্যবাদ আর পরবর্তিতে ভাইয়ার জায়গায় আমি থাকলে ঠিক একই কাজটায় করতাম আর চাকরী জীবনে এই সব ঝামেলা কাধে নিয়ে বহন করা শুধু কষ্টকরই না দূর্বিহ যন্ত্রনার ব্যাপার তাই মেহেদী ভাইয়ার ব্যাপারটা আমি বুঝি এভেন এই টপিকটা আমি এই নিয়ে তৃতীয় বারের মতোন বসে লিখছি যা এর আগে মেহেদী ভাইয়ার মতোন প্রশ্নবিদ্ধ ছিল ...
কাদের জন্য করব ??
কিসের জন্য করব ??
যাদের জন্য করা তারাই লেজগুটিয়ে ম্যাও ! ম্যাও ! করতে করতে অন্যদিকে দৌড় দেয় তাহলে কি লাভ করে ??
খামোখা হুদাই কেন এত্ত ঝামেলা আর পরিশ্রম করতে যাবো ??
তারপরেও একটা ব্যার্থ চেষ্টার মতোই এগিয়ে যাওয়া এবং এই টপিক আর শেষবারের মতো সকল ফোরামিকদেরকে আহবান এখন কথা শেষবারের মতো কেন ? কারণ এইবার যদি না হয় তাহলে যে আমলে বাংলাদেশের আসমান দিয়ে গাড়ি উড়বো সেই আমলেও বুড়া হাড্ডি গুড্ডি নিয়ে মিটাপ করা আর হইবো না
তাই আসুন না করে ফেলি প্রজন্ম ফোরাম সদস্য মিটাপ ২০১৪
আরো কিছু কথা বাকি থেকে গেলো...
যেহেতু অফিসিয়ালই অনুমোদন নাই তাই নিজেরা নিজেরাই করে ফেলার একটা উদ্যোগ হাতে নিয়ে ফেললাম সে হিসাবে আবারো বেশ কিছু ফোরামিকদের নক করলাম এবং সাড়াও পেয়ে গেলাম ফিক্সড করে ফেললাম তারিখ আর সম্ভাব্য ভ্যানু এক ছোট ভাইকে বললাম ভ্যানুতে যেয়ে কথা বলে রিপোর্ট করতে কিন্ত সেই থেকে সে সাব টিভির লাপাতা গঞ্জে লা পাতা হয়ে গেলো কোন সাড়া শব্দই নাই ,অহংকার বা গর্ব থেকে বলছি না নিজের উপরে আত্নবিশ্বাস থেকে বলছি , কোন ঝর দমকা বাতাস রমাকে আটকায়তে পারে না অন্তত আজ অবদি পারে নি রমা যে উদ্যোগ হাতে নেয় তা ৪০ % হোক আর ৬০% হোক সফল করেই ছাড়ে হ্যা ধাক্কা খাবো , হোচট খাবো , মুখ থুবড়িয়ে পড়বো কিন্ত খুড়িইয়ে খুড়িয়ে হোক আর হামাগুড়ি দিয়েই হোক আবার ঠিকই চলতে শুরু করি আর তাই ব্যার্থ হবে না এবারো , মিটাপ হবেই সে হোক না ৮ জন ১০ জন কিংবা ১২ জনকে নিয়েই কিন্ত সেটা অবশ্যই হবেই হবে ! এতটুকু আত্ন বিশ্বাস এবং আস্থা আমার নিজের উপরে আছে এটা আমি আরো সুন্দরভাবে এবং জোড় দিয়ে বলতে পারতাম যদি আজ আমি ঢাকাতে থাকতাম তাহলে , একটা ছোট খাটো প্রোগ্রাম অর্গানাইজড করার জন্য রমা একাই একশো !
তাহলে কেন আর গুড়িমুশি করা বলেন !
সপ্তাহের একটা ছুটির দিনইতো তাও ৪-৫ ঘন্টা , একে অপরের সাথে মুখোমুখি পরিচয় একটু গ্যাডারিং একসাথে বসে আড্ডাবাজি একসাথে খাওয়া দাওয়া এইতো ! সপ্তাহ শেষে এমন শুক্রবার প্রতি সপ্তাহেই আসে আর আসবেও কিন্ত এই দিনটা চলে গেলে আর ফিরে আসবে না কেমন !
তাই আন্তরিকভাবেই অনুরোধ “আসুন মনের টানে মেতে উঠি প্রাণের উন্মাদনায়”
# তারিখঃ আগামী ২০ এ জুন ২০১৪
#সময়ঃ সকাল ১১টা থেকে দুপুর ৩ টা
#স্থানঃ যদি সদস্য সংখ্যা ৮-২০ জনের মতোন হয় তাহলে প্রান্থপথের কসমস রেস্টুরেন্ট এবং পার্টি পয়েন্ট আর এর বেশি হলে উত্তরার ভুতের আড্ডা যা সদস্যদের অনুষ্ঠানের ১ দিন আগে জানিয়ে দেওয়া হবে
# ফিঃ ৩০০ টাকা যা অনুষ্ঠানের দিন দিলেই হবে তবে যদি কোন রকম গিফট প্যাকেজ না করা যায় তাহলে ১৫০-২০০ টাকাতেই হয়ে যাবে মনে হয়।
সবশেষে আবারো বলবো একটি কথাই চলুন না সবাই অন্তত একটা দিন
“মনের টানে মেতে উঠি প্রাণের উন্মাদনায় ”
যারা যারা আসতে ইচ্ছুক, তারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেললেই হবে। একটা লিস্টও থাকবে, সবকিছু ওখান থেকে সহজে ম্যানেজ করা যাবে তাহলে।