টপিকঃ বিশ্বকাপে বেলজিয়ামের বিশ্ব কাপানোর সম্ভাবনা কতটুকু?!
এবারের বিশ্বকাপ থেকে অনেক মহাতারকা এবং তারকাদের বিভিন্ন কারনে বিদায় হওয়ার কারনে অনেকের কাছে মনে হতে পারে যে বিশ্বকাপের আকর্ষন কিছুটা হলেও কমে যেতে পারে । তবে আমার মতে এবারের বিশ্বকাপে যে পরিমান প্রতিদন্দ্বিতা হবে তা আগে কখনো হয়ে নি। বিশ্বকাপে অনেক দল ফেভরিট হয়ে আসে, যেমনঃ আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ইত্যাদি ।
এ দলগুলা এবারো ফেভরিট কিন্তু বিশ্বকাপ জিততে হলে এবার তাদের ১০০% পার্ফরমেন্স না দিয়ে কোন উপায় নেই ।
এবারের বিশ্বকাপে কিছু দল আছে যারা আগে শুধু অংশগ্রহন করাটাই নিজেদের বড় সাফল্য মনে করতো কিন্তু এবার তারা বড় ধরনের ম্যাজিক দেখাতে পারে!
এরকম দলের মধ্যে সবার উপরেই থাকবে বেলজিয়াম! এ দলটি ফেভরিট দলগুলোর কারনে খুব বেশি স্পটলাইটে না থাকলেও আপনি যদি ফুটবল সম্পর্কে কিছু খবর রাখেন তাহলে এ দলটির বিশ্বকাপ স্কোয়াডে যারা আছে তাদের নাম শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য!!
প্রথমেই যার কথা বলা উচিত সে হলো এডিন হ্যাজার্ড! বর্তমানে চেলসির সবচেয়ে আলোচিত খেলো্যাড় যার মধ্যে অনেকে ভবিষ্যতের মেসি-রোনালদোকে দেখতে পায় ।
এরকম একজন ভয়ংকর খেলোয়াড়ের পাশে যখন থাকে এভার্টনের লুকাকু যাকে বলা হয় ভবিষ্যতের দ্রগবা আর এভার্টনের জাদুকরি খেলোয়াড় মিরালাস এবং ম্যানইউ এর নতুন তারকা ইয়ানুজাজ্ তখন এ দলটার বিপক্ষে শক্তিশালী ডিফেন্স ছাড়া খেলতে গেলে যে অবস্থা খারাপ হতে পারে সেটা সব কোচেরই জানা থাকার কথা!
এখন মিডফিল্ড নিয়ে কথা বলা যাক । এ দলের মিডফিল্ডে আছে টটেনহামের ডেম্বেলে এবং চ্যাডলি, পর্তোর ডিফোউর এবং ম্যানইউএর ফেলানির মতো খেলোয়াড় । বুঝাই যাচ্ছে যে মিডফিল্ডটাও শক্তিশালী কিন্তু মজার ব্যাপার হলো এ দলে মিডফিল্ডই হলো সবচেয়ে দুর্বল অন্যান্য অংশের তুলনায় ! অবাক হবেন না কারন দলটির ডিফেন্ডারদের নাম শুনলে বুঝতে পারবেন ।
বেলজিয়ামের ডিফেন্সে আছে অ্যাটলেটিকো মাদ্রিদের টবি, বায়ার্নের ভ্যান বুয়েটেন, আর্সেনালের ভার্মালেন, টটেনহামের ভেরটংহেন এবং আছেন ম্যানসিটির ভিনসেন্ট কোম্পানির মতো খেলোয়াড়!! অন্যতম শক্তিশালী ডিফেন্স স্কোয়াড তাতে কোন সন্দেহ নেই! তবে যখন গোলকিপার হিসেবে আছেন এই মৌসমের সবচেয়ে আলোচিত গোলকিপার অ্যাটলেটিকো মাদ্রিদের থিবাউত কৌর্তিস তখন এ দলের ডিফেন্সিভ স্কোয়াডকে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী ডিফেন্সিভ স্কোয়াড বলা যায় কিনা সেটা নিয়ে কথা উঠতেই পারে!
ফিফা র্যাংকিং এ বেলজিয়াম এখন ১১ নম্বরে এবং এ দলে আছে দুর্দান্ত অনেক অভিজ্ঞ এবং নতুন তারকা খেলোয়াড় । তবে অনেক সমালোচক মনে করেন যে বিশ্বকাপে তাদের অভিজ্ঞতা কম হওয়া এবং খেলোয়াড়দের মধ্যে বোঝাপরা কম হওয়ায় দলটা হয়েতো খুব একটা সাফল্য নাও পেতে পারে । তবে বিশ্বকাপে বিশ্ব কাপানো বেলজিয়ামের দ্বারা যে একেবারে অসম্ভব নয় এ কথা বেশি ভাগ মানুষই স্বীকার করবেন ।