টপিকঃ বাবাকে নিয়ে গাওয়া কিছু গান
সন্তানের জন্য বাবার ভালবাসা অসীম।একটি শিশুর জন্য বাবা হচ্ছেন সবচেয়ে বড় শক্তি।শিশু তার নিষ্পাপ চোখে বাবাকে পরিবারের সবচেয়ে স্নেহশীল, জ্ঞাণী এবং গুরুত্তপূরণ সদস্য হিসেবে দেখে।একজন বাবা-ই তার সন্তানদের প্রকৃত শিক্ষক।বাবা অনেক কষ্ট করে তার সন্তানদের বড় করে তোলেন।বাবা সরবদা তার সন্তানের ভাল কামনা করে থাকেন। সন্তানদের প্রতি বাবার ভালবাসা কখনই কমেনা। আর এই বাবা-ই পৃথীবিতে আমার সবচেয়ে প্রিয় মানুষ এবং প্রিয় বন্ধু। ছোটোবেলার মত এখনো আমি বাবার কাছে ঘুমাতে পছন্দ করি। বাবাকে আমি খুব ভালবাসি। যখনি বাবার কথা মনে পড়ে তাখনি আমি বাবাকে নিয়ে গাওয়া গান শুনি।বাবাকে নিয়ে গান, গল্প, কবিতা আছে অনেক।আমি সংগ্রহ করার মত কিছু গান এখানে একত্রিত করার চেষ্টা করেছি।
আমার বাবার মুখে প্রথম যেদিন-এন্ড্রু কিশোর
বাবা বলে ছেলে নাম করবে-আগুন
ছেলে আমার বড় হবে-জ়েমস
বাবা তোমার ছেলে আজ-মনির খান
বাবা তোমার কথা মনে পড়ে-আইউব বাচ্চু
আছ তুমি কন সূদুরে-ফাহমিদা নবি
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার-নচীকেতা
বাবা বলত বড় হয়ে নে খোকা-বন্নি আহমাদ
বাবা খেয়াল রেখ তুমি তোমার প্রতি-ঝিনুক