Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
+1 for Brazil
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
+1 for Brazil
আর্জেন্টিনা আমার প্রিয় দল, তবে এবার কেন জানি মনে হচ্ছে নতুন কোন দল কাপ জিতবে?
জার্মানী গতকাল ৬-০ গোলে আরমেনিয়া কে হারিয়েছে।
আমার প্রিয় দল ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন
এবার ঘানা বিশেষ চমক দেখাতে পারে বলে মনে হচ্ছে
বাংলাদেশী টিভি গুলো একটু বেশী পরিমাণে বিশ্বকাপ নিয়ে লাফাচ্ছে।
================
এই বারে আমি নীচের র্যাংক অনু্যায়ী নীচের দলগুলোকে সাপোর্ট করবো
১। জার্মানি
২। ব্রাজিল (নেইমার ছাড়া আর কারো নাম জানি না এই বার )
৩। আর্জেন্টিনা
৪। ক্রিস্তিয়ানো রোনালদো যদি খেলে তাহলে পর্তুগাল কে
৫। স্পেন
ব্রাজিলের খেলা কার কেমন লেগেছে ? অনেকে বলেন ব্রাজিলের অস্কার ছাড়া আর কারো খেলা তাদের ভালো লাগে নি, আমি খেলা দেখিনি
আজকে স্পেন এর খেলা দেখার জন্য অপেক্ষা করছি এমনিতেই ইউরোপের দলগুলোর, ল্যাটিন আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো একটু কঠিন! তার উপর ওদের সবার বয়স একটু বেশীই, তরুন খেলোয়ার তেমন নেই বললেই চলে
আজকের খেলা স্পেন আর হল্যান্ড। গতবারের ফাইনাল টার রেশ তাহলে আজ পাওয়া যাবে
স্পেন আর হল্যান্ড দুটোই শক্তিশালী, তথাপী স্পেন জয়ের পাল্লাই ভারী
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
০.০৮০০৭৫০২৫৫৫৮৪৭২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৪.৮০৪৮৮৪৮৫৯৪২ টি কোয়েরী চলেছে