টপিকঃ ফুটবল বিশ্বকাপ
ফুটবল বিশ্বকাপে একটি বিরল প্রজাতির দল আছে !
যে দলের সমর্থকরা প্রত্যকবার বিশ্বকাপ শুরুর আগেই কাপ জিতে নেয়,
কিন্তু বিশ্বকাপ শুরুর প্রথম পর্বেই দল বাদ পড়ে যাবার পর বাংলাদেশের অসহায় সমর্থকরা বলে আর জীবনে এই দল সাপোর্ট করমু না ।
বলুন তো সেই দলের নাম কি ?