টপিকঃ হোস্টিং কোম্পানী সাইট সাসপেন্ড করে দিয়েছে, কি করতে পারি?
অনেক দিন প্রজন্ম ফোরামে আসা হয়নি। ২০১০/২০১১ সালের দিকে নিয়মিত ভিজিট করতাম।
অনেক দিন পর এলাম একটা সমস্যা নিয়ে, কেউ পরামর্শ দিয়ে হেল্প করলে উপকৃত হতাম।
realitsolution(dot)com নামের একটি হোস্টিং কোম্পানীর কাছ থেকে ডোমেইন কিনেছিলাম। ডোমেইনের নাম ছিল www(dot)alosona(dot)com। গত এক বছর ধরে ভালই চলেছে। মাঝে মাঝে ভিজিটর বেশি হয়ে যাওয়ার ফলে ব্যান্ডউইথ শেষ হয়ে যাওয়ায় কিছু সময়ের জণ্য সাইট দেখা না যাওয়ার ঘটনা ঘটেছে, আবার ঠীক হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ৩/৪ দিন আগে হঠাৎ দেখলাম আমার এ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে, একেবারে বিনা নোটিশে। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বলল আমার সাইট নাকি বেশি CPU টানছিল। এটা নাকি সাইটে ভিজিটর বেশি আসার কারনেও হতে পারে আবার সাইটে কোন খারাপ স্ক্রীপ্ট ঢুকে পড়ার কারণেও হতে পারে।
সমস্যা যাঈ হোক আমার খুব খারাপ লাগছে। ওরা বলছে এখন সমাধান ডেডিকেটেড সার্ভার নিতে হবে। এর পূর্বে আমি শেয়ার হোস্টিং ব্যবহার করতাম।
এখন কি করলে ভাল হয় কেউ কি বলবেন।