আমি বুঝি না । প্রজন্ম ফোরামের লোকজন এমন কেন? হিংসা নাকি অন্য কিছু । এত সুন্দর টপিক । একজনের এত পরিশ্রমের একটা টপিক । এই পোষ্টের কাজ গুলো যে করেছে সে অবশ্যই প্রশংসার দাবীদার। সম্মান পাওয়ার যোগ্য । অনেকেই বলে ভাল পোষ্ট নাই টপিক নাই । কি মন্তব্য করবো আশ্চর্য্য লাগে । খুব খারাপ ভাষা মুখে আসতেছে.......... কইলাম না ।
আমি দেখেছি দেখতেছি ...... দুনিয়ার হাবিজাবি কথাবার্তা দিয়া টপিক করলে সেখানে মন্তব্যের অভাব নাই । কত প্রশংসা কত আদর আহারে দেখলেই গা জ্বালা করে। কেন এত পক্ষপাতিত্ব । তেলা মাথায় কেন তেল দেয়া হয় এত বুঝি না । আমাদের সমাজটাই এমন । কারো কাজের কোন স্বীকৃতি দিতে আমরা বড় কার্পণ্য করি । যেখানে মেধার কোন লেশ মাত্র নেই সেখানে হামলে পড়ি ........ অযথা সময় নষ্ট করি ।
মেধার কোন মূল্যায়ন নাই আমাদের সমাজে । প্রশ্নপত্র পাশের মতই সমাজ জীবন । মেধা লাগে না শিক্ষার হার বাড়লেই হলো ।
এটা আমার ব্যক্তিগত মতামত....... কাউকে উদ্দেশ্য বা হেয় করার জন্য বলিনি । শুধু প্রজন্মে প্রাণ ফিরে আসুক । সবাই সুন্দর টপিক করতে উৎসাহিত হউক সেটাই চাই..........
সাইফ সরি ভাইয়া এই টপিক টি আমি দেখিনি অথবা বন্ধের দিন হয়তো দিয়েছিলে ।
অনেক ভাল কাজ......... আর কষ্টের যেমন তেমন সম্মানের কাজও । এগিয়ে যাও । আল্লাহ তোমার সহায় হউন ।
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়া আহলুহু......
এই মেঘ এই রোদ্দুর