টপিকঃ প্রজন্ম গুন গুন "প্রিয় গান "
হ্যালো ফোরামিক !
আপনারা শুনছেন প্রজন্ম গুন গুন আর আমি আছি রমা আপনাদের সব্বার প্রিয় অনুষ্ঠান " প্রিয় গান " নিয়ে অনেক অনেক আড্ডা হবে গল্প হবে আর সাথে শুনতে থাকুন আর দেখতে থাকুন প্রিয় গান
আজকে আমি আমার অসংখ্য প্রিয় গানের মাঝে ৫ টা প্রিয় গান আপনাদের সাথে শেয়ার করছি !
আশাকরি ভালোই লাগবে গানগুলো শুনতে এবং দেখতে
সো...হোয়াই লেট ডিয়ার , লেটস গো...
১) সুমনা হকের এই গানটা শুনেছিলাম বা দেখেছিলাম সম্ভাবত ২০০০ সালের দিকে ,তখন এতো স্যাটেলাইট বাংলা চ্যানেল ছিলো না । সেই দিনগুলো সত্যিই খুব ভালো ছিল, সপ্তাহে একদিন গানের অনুষ্ঠান সেটা কোন ভাবেই মিছ করা যাবে না । কারো মনে আছে কি না, এক সময় রাত ১০ টার ইংরাজি সংবাদের পর প্রচারিত হতো ছায়াছন্দ আর তখন রাত ১০ টা মানে অনেক রাত শুধু এই ছায়াছন্দ দেখার জন্যেই মানুস রাত জেগে বসে থাকতো আরো কত সুন্দর সুন্দর অনুষ্ঠানই না হতো রবিন হুড যাই হোক সেই যে গানটা শুনে ভালো লেগেছিল তা আজো মনে গেথে আছে একেই বলে মনে দাগ কাটা ! বর্তমানে কত হাজার হাজার গান আসছে প্রতিদিন , পাগলু ড্যান্স ড্যান্স করে কয়দিন নাচিয়ে কুদিয়ে চলেও যাচ্ছে আর ভুলেও যাচ্ছি তেমন করে মনে দাগ কাটে না আর তাই এমন ভালো গানের সংখ্যা সত্যিই অনেক কম।
২) সৈনিকের এই গানটা ছিলো অপূর্ব মনে হয় শুনতেই থাকি আর শুনতেই থাকি যাষ্ট অসাম !!
[video][/video]
৩) বাংলাদেশের সঙ্গীত জগতে সেই ২০০০ সালেই তোলপাড় তুলে দিলো আসিফ তার ও প্রিয়া তুমি কোথায় গান এবং এলবামের মধ্যে দিয়ে যা এখনো প্রর্যন্ত বাংলাদেশে সবচেয়ে বেশি সেলিং ক্যাসেট এবং সিডি হিসাবে রেকর্ড হয়ে আছে, সেই এলবামেরই এই গানটা অদ্ভুত ভালো লাগে যা মাঝে মাঝেই সময় পেলে শুনে ফেলি
৪) আবারো সেই ২০০০ সাল সাইফ নিয়ে আসলো দুর্দান্ত একটা গান যা একবার শুনলেই মন ছুঁয়ে যায় " কখনো জানতে চেয়ো না , কি আমার সুখ কি আমার দুখ কি আমার অনেক বেদনা "
৫) সবশেষে আনিলা আর সুমনের এই গানটা অসাধারন গান ছিলো যা না বললেই না , যা যেকোন সময় শুনতে ভালো লাগে
আরো অনেক অনেক গান বাকি থেকে গেলো আগামীতে সময় পেলে আবার শেয়ার করার চেষ্টা করব কেমন----আজকের মতোন আমি রমা প্রজন্ম গুন গুন থেকে বিদায় নিচ্ছি , অপেক্ষায় থাকুন খুব শিঘ্রয় ফিরে আসছি সাথে নিয়ে আপনাদের অনুষ্ঠান "প্রিয় গান "