টপিকঃ আইপিএল-৭ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
নতুন সিজনের IPL আজ থেকে শুরু হলো।
অনেকে এই বারের এবারের আইপিএল নিয়ে হতাশ করান প্রথম অংশের খেলা UAE তে হবার কারণে চিয়ার লিডার থাকবে না।
গতকালের ওপেনিং সিরিমনি মিস করেছি। আজকে এক ঝলক দেখে মজাই লাগলো।
আজ প্রথম খেলাতে কলকাতা খেলতে নামছে। সাকিব আছে দলে।