টপিকঃ বাংলা ধাধা
বন্ধুরা কেমন আছেন অনেক দিন হলো আমি কোন টপিক লিখি না আজ আপনা দের একটি ধাধা বলবো কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক।
##** বিশাল একটি পুকুর
##** তার উপরে সাদা সাদা পাথর
##** পাথরের উপরে বড় বড় দুইটি গুহা
##** গুহার উপরে বিশাল দুইটি টসলাইট
##** তার উপরে মিশরের মরুভমি বা আফ্রিকার জঙ্গল।
বলুন তো এইটি কি???