টপিকঃ ভাল পোর্টেবল হার্ডডিস্ক কিনতে চাই, বাজেট ১০,০০০ টাকা
মূলত যেই জিনিসটা বলার টপিকের শিরোনামেই সেটা বলে দিলাম। কোন ব্র্যান্ড ভাল হবে? আমার নিজের পছন্দের তালিকায় সবার আগে আছে ওয়েস্টার্ন ডিজিটাল এবং এর পরেই আছে ট্রান্সসেন্ড। আপনাদের কি মতামত? তাছাড়া আমি রাফ ইউজ করব, মানে ডাটা স্টোরও করব আবার প্রচুর পরিমানে কাট-কপি-পেস্ট-ডিলিটও করব।
আমার বাজেট হচ্ছে দশহাজার টাকা তবে হাজারখানেক এদিক সেদিক হলে ম্যানেজ করতে পারব। এবং আমার এই মূহুর্তে পছন্দের তালিকায় একটিই আছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল ২ টেরাবাইট। কেমন হবে এটা? আর হার্ডডিস্ক কিনতে গেলে কি কি বিষয়গুলো লক্ষ্যনীয়? RPM, Buffer, From Factor - এগুলো কি? এগুলোর মান বেশি হলে ভাল নাকি কম হলে ভাল?
অগ্রীম ধন্যবাদ সবাইকে।