টপিকঃ সাইট এম্বেড করবো কিভাবে?
আমার একটা ওয়ার্ডপ্রেস প্লাটফর্মের সাইট আছে। আমি এই সাইটের নিরদ্রিস্ট একটা অংশ (লাল কালার দিয়ে হাইলাইট করা) আমার এই সাইটের এম্বেড করতে চাচ্ছি। যাতে করে সরাসরি ওই সাইটে না যেয়ে আমার সাইটে প্রবেশ করেই ইউজ করতে পারি।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ট্রাবলশুটিং » সাইট এম্বেড করবো কিভাবে?
আমার একটা ওয়ার্ডপ্রেস প্লাটফর্মের সাইট আছে। আমি এই সাইটের নিরদ্রিস্ট একটা অংশ (লাল কালার দিয়ে হাইলাইট করা) আমার এই সাইটের এম্বেড করতে চাচ্ছি। যাতে করে সরাসরি ওই সাইটে না যেয়ে আমার সাইটে প্রবেশ করেই ইউজ করতে পারি।
ওয়ার্ডপ্রেস এ কাজ করিনি, তবে আপনি যেটা করতে চাইছেন ওটাকে Embed করা বলে। যে সাইট কে Embed করতে চাচ্ছেন ওদের সাইটেই Embed লিঙ্ক দেয়ার কথা। এখানে বিস্তারিত পাবেনঃ
http://codex.wordpress.org/Embeds
ওয়ার্ডপ্রেস এ কাজ করিনি, তবে আপনি যেটা করতে চাইছেন ওটাকে Embed করা বলে। যে সাইট কে Embed করতে চাচ্ছেন ওদের সাইটেই Embed লিঙ্ক দেয়ার কথা। এখানে বিস্তারিত পাবেনঃ
http://codex.wordpress.org/Embeds
এভাবে কাজ না হলে আই ফ্রেম করে দেন।
আই ফ্রেম কিভাবে করা যায়? এনি লিংক???
<ifreame src="http://site.com"></iframe>
http://site.com আপনার কাঙ্খিত পেকের লিঙ্ক
আই ফ্রেম দিয়ে এম্বেড করার পর এই রকম আসছে।
হাইট আর ওয়াইড দেওয়ার সিস্টেম কি? মানে আমি চাচ্ছি বক্সের মধ্যে না রেখে স্বাভাবিক ভাবে দেখতে।
আই ফ্রেম দিয়ে এম্বেড করার পর এই রকম আসছে।
![]()
হাইট আর ওয়াইড দেওয়ার সিস্টেম কি? মানে আমি চাচ্ছি বক্সের মধ্যে না রেখে স্বাভাবিক ভাবে দেখতে।
আমি পারমু সাধারন বিষয়
http://stackoverflow.com/questions/8287 … -an-iframe
আমি পারমু সাধারন বিষয়
আসলেই ! একটা টিউটো দিন দেখি ভাই।
হাবীব রাজশাহী লিখেছেন:আমি পারমু সাধারন বিষয়
আসলেই ! একটা টিউটো দিন দেখি ভাই।
ভাই ভয় দেখাচ্ছেন । আপনারা বিজ্ঞ মানুষ একটু উৎসহ দেবেন কি ...
বিশেসজ্ঞদের পরামর্শ লাগবে
আসলেই একটু কঠিন আছে
<object type="text/html" data="যে পেজ এমবেড করতে চান তার লিংক" style="width:100%; height:100%">
<p>সাইট না লোড হলে এখানে যা লিখবেন তা সো করবে।</p>
</object>
পেজটা এমন হয়ে যাচ্ছে
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ট্রাবলশুটিং » সাইট এম্বেড করবো কিভাবে?
০.০৬২৫৬৭৯৪৯২৯৫০৪৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.০৯৭২৮৯২৪৭৭৫৮ টি কোয়েরী চলেছে