টপিকঃ এসএমএস পাঠান নিজের নামে আর অবাক করুন বন্ধুদের
অবাক হয়ে যাই যখন দেখি নাম্বার ছাড়া আমার মোবাইল এসএমএস এসেছে, মোবাইল প্রতিষ্ঠানগুলো প্রতিদিন নিজেদের প্রতিষ্ঠান আর নামে হাজার হাজার এসএমএস পাঠাচ্ছে।
নিজের নামে এসএমএস পাঠানোর এই প্রযুক্তিকে বাল্ক এসএমএস সিস্টেম বলা হয়। বাংলাদেশ এ এখন অনেক প্রতিষ্ঠান আছে যারা এই সুবিধা দিচ্ছে। কিন্তু তারা যা দিচ্ছে তা শুধুমাত্র CLIENT ACCOUNT যার দাম ও অনেকের নাগালের বাহিরে।
হাজারাও প্রতিষ্ঠানের ভিড়ে একটি প্রতিষ্ঠান নিজস্ব GATEWAY ব্যবহার করে একই সাথে CLIENT ACCOUNT, ছোটোখাটো বাল্ক এসএমএস ব্যবসা করার জন্য RESELLER ACCOUNT, বড় ধরনের বাল্ক এসএমএস ব্যবসা করার জন্য MASTER RESELLER ACCOUNT এবং CORPORATE প্রতিষ্ঠানগুলোর জন্য SEMI GATEWAY দিচ্ছে। এদের মূল্যও অন্যদের থেকে কম এবং এরাই প্রথম বাল্ক এসএমএস আর এতগুলো লেভেল এক সাথে সেবা দিচ্ছে।
ছোটখাটো ভাবে শুরু করা এই প্রতিষ্ঠানটির নাম সফট কিং আইটি।
এদের বাল্ক এসএমএস আর অনেক PACKAGE আছে, তার মাঝে ২-১ টা নিচে দিলামঃ
১০০০ বাল্ক এসএমএসঃ CLIENT ACCOUNT ৭০০ টাকা {এসএমএস মার্কেটিং এর টুলস সাথে ফ্রী পাবেন}
১০,০০০ বাল্ক এসএমএসঃ RESELLER ACCOUNT ৬০০০ টাকা {এসএমএস মার্কেটিং এবং ইউজার ম্যানেজমেন্ট টুলস সাথে ফ্রী পাবেন }
প্রতিষ্ঠানটির ওয়েবঃ CLICK HERE
http://www.thesoftking.com