টপিকঃ লিব্রে অফিসে বাংলা সেটাপ
লিব্রে অফিসে বাংলা সেটাপ দেয়া নিয়ে কোন লেখা না পেয়ে পুরাতন লেখাটা পোস্ট করছি।
প্রথমেই লিব্রে অফিস রাইটার বা স্টার্টার চালু করে নিন। টুলস ল্যাঙ্গুয়েজ সেটিংস এ গিয়ে নিচের ছবির মতো বাংলা সেটাপ করে নিন।
ওকে দিয়ে বেরিয়ে আসুন। আবার টুলস অপশানে গিয়ে লিব্রে অফিস রাইটার অপশানে বেসিক ফন্টস (CTL) সিলেক্ট করুন। সোলায়মানলিপি বা আপনার পছন্দের বাংলা ফন্ট সেট করুন ছবির মতো করে। ওকে বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। দেখবেন কি সুন্দর বাংলা লেখা যাচ্ছে।
বাংলা লেখার আগে অবশ্যই কি-বোর্ড লেআউট পাল্টে বাংলা করে নিতে হবে।