টপিকঃ গেমসংক্রান্ত বিষয়ে হেল্পান প্লিজ!
পিসির কনফিগারেশন:
কোরআই ৩
৪ জিবি র্যাম
হার্ডড্রাইভ ১ টিবি
বায়েস্টার মাদারবোর্ড H61MLV (বিল্টইন ২৫৬ এমবি ডিসপ্লে মেমরি। ইন্টেল এইচডি গ্রাফিক্স)
এই পিসিতে কল অফ ডিউটি মডার্ণ ওয়েফারসহ অনেক গেমই খেলা যায় (উল্লেখ্য, পিসিতে কিন্তু গ্রাফিক্স কার্ড নেই)।
কিন্তু বাসার আরেকটি পিসিতে খেলা যায় না। এই পিসির কনফিগারেশন:
ডুয়েল কোর
২জিবি র্যাম
৫০০ জিবি হার্ডড্রাইভ
ECS মাদারবোর্ড (ইন্টেল চিপসেট, ২৫৬ এমবি বিল্টইন ডিসপ্লে মেমরি)।
এই পিসিতে কলঅফ ডিউটি ১,২ ভালভাবেই চলে। কিন্তু এর পরের গেমগুলো সেটাপ দিয়ে ওপেন করতে গেলেই বলে- ' আপনার পিসিতে ভিডিওকার্ড নেই, এটা আগে ঠিকঠাক করে নেন।
বুঝতে পারলাম না আমার ঐ মাদারবোর্ডেরও ডিসপ্লে মেমরি ২৫৬, এই মাদারবোর্ডেরও ডিসপ্লে মেমরি ২৫৬, তাহলে এই সমস্যা কেন। এই মাদারবোর্ডে ভিডিওকার্ড চায় কেন?
এরপুরো একটা সমাধান চাই। অভিজ্ঞরা একটু দেখেন প্লিজ..