টপিকঃ ওভেন ক্রয় বিষয়ে
একটি ওভেন ক্রয় করব । কেঊ কি বলতে পারেন কোনটা কিনলে ভাল হবে?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » রান্নাঘর » ওভেন ক্রয় বিষয়ে
একটি ওভেন ক্রয় করব । কেঊ কি বলতে পারেন কোনটা কিনলে ভাল হবে?
আমি কিছুদিন আগে স্যামসাং-এর মাইক্রোওয়েভ ওভেন উপহার পেলাম। এটায় ভালোই চলছে, যদিও অন্য কোনো ওভেনের সাথে তুলনা করতে পারছি না এই মুহূর্তে।
প্যানাসনিকের গুলো দেখতে পারেন! তার আগে আপনি অবশ্যই বুঝে নিবেন আপানর কি পারপাসে দরকার!
শুধু মাত্র গরম করার জন্য হলে নরমাল মাইক্রো ওভেন মানে কম ফাংশানের কিনলেই হবে! আর যদি বেকিং এর কাজে ব্যবহারের জন্য হয় তবে যেটার ফাংশান আপনি সহজে বুঝেন সেটাই কিনুন! গ্রিল আর হেভি বেকিং এর জন্য স্টোভ + ওভেন ওয়ালাটা কিনতে পারেন!
দু রকমের আছে! একটা চুলার সাথে ফিক্সড অন্যটা মাইক্রো ওভেন! আপনার দরকার কোন ধরনের সেটা বলেন নাই!
ইলেক্ট্রনিক জিনিশ বুঝে ভাল এমন কাউকে নিয়ে কিনুন তাহলে ন্যাজ মূল্যে কিনতে পারবেন। দোকানদার পাবলিক বুঝেই প্রোডাক্টের দাম বলে! :3
মাইক্রো ওভেন এর মধ্যে কয়েকটা ব্রান্ডের দেখতে পারেন! প্যানাসনিক, শার্প, এলজি! আরো একটা আছে নামটা মনে পড়ছে না! অই ব্যান্ডের গুলো এখন আসে কম আমাদের দেশে!
দোকানদার পাবলিক বুঝেই প্রোডাক্টের দাম বলে!
তাই কি? যেসব ব্র্যান্ডের নাম উল্লেখ করলেন, সেগুলোর তো প্রাইস ফিক্সড করাই থাকে। কোনো ডিলার বা এজেন্টের সাথে বাড়তি খাতির থাকলে কিছুটা কম পেতে পারেন, কিন্তু পাবলিক বুঝে প্রোডাক্টের দাম বলার বিষয়টা তো ঘটার কথা না।
প্রজন্ম ফোরাম » বিবিধ » রান্নাঘর » ওভেন ক্রয় বিষয়ে
০.০৪১৭৯৩১০৭৯৮৬৪৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮০.৫২৩১০৪৪২৫১৬২ টি কোয়েরী চলেছে