টপিকঃ পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

সামোতে দেখছি কয়েকদিন যাবত স্টিকি হয়ে আছে......

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

অত্যন্ত উপকারী শেয়ার।

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

শেয়ার করার জন্য  thumbs_up

সর্বশেষ সম্পাদনা করেছেন মোঃজাবেদ হোসেন (১৫-০৫-২০১৪ ১৬:৩১)

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

চমত্কার তথ্যবহুল লেখা।
লেখক ও শেয়ারকারী উভয়কেই অসংখ্য ধন্যবাদ।
বিষয়টা অনেকটা প্রথম যখন রঙিন টিভি দেখেছিলাম তখন বিজ্ঞাপন ,টকশোও দেখে বেশ আনন্দ পেতাম। এখন এগুলো দেখলে বিরুক্ত লাগে।
এরপর আর টিভিই ভাল লাগেনা। চাই কম্পিউটারে HD মুভি। টানা দেখার পর এখন এটাতেও আগ্রহ প্রায় শূন্যের কাছাকাছি।
এখন এরচেয়ে ভাল কিছুর চাহিদা সৃষ্টি হয়েছে যা বাড়তেই থাকবে। অনেকটা অনন্ত অসীম সমান্তর (কোন কোন ক্ষেত্রে গুনোত্তর) ধারার মত ...

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

ভাল লেখা দয়া করে প্যারাগ্রাফ গুলো আরো ছোট ছোট করে এডিট করে দিন। অথবা আরেকটা আলাদা টপিক করেন। এতবড় টপিক অনেকে পড়তে পারবে না। যে আমি  sad

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন মোঃজাবেদ হোসেন (১৫-০৫-২০১৪ ২০:২০)

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

ক) টপিকের শিরোনাম অর্থবহ করার জন্য এডিট করা হলো। (সংক্ষেপিত করা হলো)
খ) টপিকের শুরুতে "নিনজা" বস কে উল্লেখ করার উদ্দেশ্য ঠিক বুঝি নি।
গ) স্টিকি করে দিয়েছিলাম সকালেই।

সর্বশেষ সম্পাদনা করেছেন মেরাজ০৭ (১৫-০৫-২০১৪ ২১:২১)

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

ডাক্তারি ব্যাখ্যাগুলোর সূত্র চাই।
সূত্র হিসেবে সামু ব্লগের লিংক গ্রহনযোগ্য নয়।

১০

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা!!!

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১১ সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (১৫-০৫-২০১৪ ২৩:০৭)

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

ইয়ে দেখার অন্যতম কারণ আমি মনে করি তা হলো, জন্মগত ভাবে প্রতিটা প্রাণী তার বংশ বিস্তার করতে চায়। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে, বংশ বিস্তারকরার করার উর্বর সময়ে(২০-২৭) ছেলেদের বিয়ে দেয় না।  আবার  লিভিং রিলেশন বা বিবাহ ছাড়া ইটিস পিটিস করা কে দন্ডনীয় আপরাধ হিসেবে ধরা হয়।

তাই পোলাপান নিজের বংশ বিস্তার করার প্রেশার কমাবে কিভাবে ?????  ক্যামিকেল বেশী জমা হয়ে গেলে তো স্বপ্নে তার বংশ বিস্তার করবে আর সকালে দেখা যাবে যে প্যান্ট নষ্ট হয়ে গেছে !! dontsee

NOTE
এই সব উচ্চমার্গীয় আলোচনা করতে গিয়ে এর আগে দুই বার ব্যান খেয়েছি। তাই সেক্স, পর্ণ,বীর্য জাতীয় শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকলাম।

১২ সর্বশেষ সম্পাদনা করেছেন আহমাদ মুজতবা (১৫-০৫-২০১৪ ২৩:৩৪)

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

১৩

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

লেখা এমনিতে ভালো কিন্তু সূত্র ছাড়া এসব বিষয়ে না লেখাই ভালো। কোনো কারণে কোনো ধরনের মিস ইনফরমেশন থাকলে মানুষ সচেতন হওয়ার বদলে আরও কনফিউজড হতে যেতে পারে, যার কিছু উদাহরণ আহমদ মুজতবা ভাই দিয়েছেন।

বয়সন্ধিকালের নানাবিধ সমস্যা বা যৌনশিক্ষার চল এদেশে নেই, ফলে বিভিন্ন কুসংস্কার ও কৌতুহলে মানুষজন অনেকসময় নিষিদ্ধ বস্তুর প্রতি আকর্ষণের মতোই এসব বিষয় দেখে থাকে। ফলে যারা এসব দেখে, তাদের শুধু ব্যক্তির ওপরই যে এসবের প্রভাব পড়ে তা নয়, বরং এগুলোর সামাজিক প্রভাবও আছে।

১৪

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

১৫

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

খুব ভাল লাগল। যিনি লিখেছেন, যিনি শেয়ার করেছেন ধন্যবাদ সবাইকে।

১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন আউলা বাতাস (২০-০৫-২০১৪ ১৭:৪৫)

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

পর্ণ / ব্লু ফিল্ম সুযোগ পেলে হুজুরেরাও দেখে। একবার আমি সাইবার ক্যাফেতে গিয়ে দেখি দাড়ি টুপি পড়া হুজুর কম্পিউটারে ইয়ে দেখছে। কি জানি লিখে গুগল সার্চ দিছে। হট গার্লস সেক্স মনে হয়।

আসলে পর্ণ দেখতে চায় না এমন লোক নাই। সুযোগ পেলে দেখে। গোপনে। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। আপনি যখন কোনো 'আকর্ষনীয়' মেয়ে দেখেন টিভিতে কিংবা পত্রপত্রিকা, ম্যাগাজিনে মনের অজান্তেই আপনার ইচ্ছে করবে তাকে কাছে পেতে। কামনা এমন এক জিনিস যেটা নিয়ন্ত্রন করা খুব কঠিন। আরে যেখানে রাসূল (সাঃ), আলী (রাঃ) কামনা জাগলে দাসীদের সাথে মিলন করতেন (যুদ্ধকালীন) সেখানে সাধারন মানুষের তো আরো খারাপ অবস্থা হওয়ার কথা। তাই তো আল্লাহ রোজা রাখতে বলেছেন।

মাস্টারবেশন একেবারেই স্বাভাবিক একটা ব্যাপার। বেশি জমা পড়লে বের করতে হয়। দুনিয়ার সবাই মাস্টারবেশন করে। যে বলে আমি করি নি সে একটা মিথ্যুক।

১৭

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

১৮ সর্বশেষ সম্পাদনা করেছেন আউলা বাতাস (২০-০৫-২০১৪ ১৮:৫২)

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

১৯

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!

হুমম... কোথায় যেন একটা কথা শুনেছিলাম... "পরের বাড়িতে গিয়ে পোলাও কোর্মা খেতে নেই, তাতে নিজের বাড়ির ডাল ভাত বিস্বাদ লাগবে"  hehe

২০

Re: পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন!