টপিকঃ উবুন্টু ১৪.০৪-এ ইউনিজয় লেয়াউটে বাংলায় লেখার পদ্ধতি
অনেকে বাংলা লেখার জন্য অভ্র ব্যবহার করেন। কিন্তু আমার পছন্দ ইউনিজয়। অবশ্য এটা পার্সোনাল টেস্টের ব্যাপার। উইন্ডোজে ইউনিজয় ব্যবহার করতাম কারণ সেটাকে অভ্র'র চাইতে স্টেবল আর লাইটওয়েট মনে হয়েছে। লিনাক্সে এসেও সেটার মায়া ছাড়তে পারলাম না।
উবুন্টুতে ইউনিজয় সেটাপ করার পদ্ধতিটা ১৩.১০ থেকে একটু পরিবর্তিত হয়েছে। তাই ভাবলাম এটা নিয়ে লিখি। যাদের সেটাপ করতে সমস্যা হচ্ছে তারা আশা করি উপকৃত হবেন।
যারা পদ্ধতিটি পড়তে চান না তাদের জন্য ভিডিও:
পদ্ধতি:
১. আপনি যদি sudo apt-get update রান না করে থাকেন তাহলে:
- ড্যাশ খুলুন। টাইপ করুন "software"
- Software & updates এ ক্লিক করুন
- সবগুলো চেকবক্স-এ চেক দিন। মিরর হিসেবে dhakacom.com সিলেক্ট করতে পারেন। এটা খুবই ফাস্ট।
- Close এ ক্লিক করুন
- এবার টার্মিনাল খুলে নিচের কমান্ডটি রান করুন (অর্থাৎ কমান্ডটি লিখে এন্টার চাপুন)। টার্মিনাল খুলতে Ctrl+Alt+T শর্টকাটটি ব্যভহার করতে পারেন:
sudo apt-get update
২. টার্মিনাল খোলা না থাকলে টার্মিনাল খুলে রান করুন:
sudo apt-get install ibus-m17n m17n-db m17n-contrib ibus-gtk
৩. এবার রান করুন:
ibus-daemon -xdr
৪. এবার ডানপাশের উপরে কাঁটার চিহ্নে ক্লিক করুন, এরপর System Settings এ ক্লিক করুন। তারপর ক্লিক করুন "Text Entry" আইকনে
৫. যোগ চিহ্নযুক্ত (+) বাটনে ক্লিক করুন এবং "Bengali (unijoy (m17n))" সিলেক্ট করে এ্যাড করুন। আপনি চাইলে লেয়াউট পরিবর্তন করার কিবোর্ড শর্টকাটও এখান থেকে পরিবর্তন করতে পারবেন। close করুন।
৬. এখন যে প্রোগ্রামে বাংলা লিখতে চান সেটা খুলুন। (অলরেডি খোলা থাকলে কাজ হবে না, নতুন করে খুলতে হবে।) Ctrl key এরপাশে যে উইন্ডোজ লোগোযুক্ত কি রয়েছে সেটিকে Super key বলা হয়। এখন Super key + Space চাপুন। এখন টাইপ করলে বাংলা টাইপ হবে। আবার super key + space চাপলে ইংরেজি টাইপ হবে।
A planet of Lazarus users