টপিকঃ যদি সায়ন্স এর গায়ে চাঁদ লাগে
কিছু কিছু রোগ দেখা যায় পূর্নিমা ও অমাবস্যায় বেড়ে যায়।।
যেটা আমরা খুব বেশি পাই সেটা হলো বাতের ব্যাথা ওই সময় খুব বেড়ে যায়।
যেটা মর্ডান মেডিক্যাল সায়ন্স, মোটেই পাত্তা দেয় না। কিন্তু কেন?
মর্ডান মেডিক্যাল সায়ন্স এর ভাবনায়, সত্যিই কি পূর্নিমা ও অমাবস্যা আমাদের কোনো এফেক্ট করেনা? যদি করে তাহলে, কেন মর্ডান মেডিক্যাল সায়ন্স পাত্তা দেয় না?
আরো কিছু রোগ / সমস্যা আছে যেগুলি পূর্নিমা ও অমাবস্যায় বেড়ে যায়।
যেমন-
১)মানষিক সমস্যা, আমরা যেটাকে পাগলামি বলি(lunacy and mental diseases)।
২) মৃগি রোগ।
৩) পাতলা পাইখানা।
৪) মেয়েদের পিরিয়ডের সমস্যা।
৫) খিদে বাড়া, নেশাগ্রস্ত বা এল্কোহোলিক হওয়ার প্রবনতা বেড়ে যাওয়া। ইত্যাদি, ইত্যাদি।।
মডার্ন সায়ন্স এগুলিকে কি বলে বা কিভাবে ব্যাখ্যা করে। কেউ যদি আলোকপাত করেন।।