টপিকঃ যদি সায়ন্স এর গায়ে চাঁদ লাগে

কিছু কিছু রোগ দেখা যায় পূর্নিমা ও অমাবস্যায় বেড়ে যায়।।
যেটা আমরা খুব বেশি পাই সেটা হলো বাতের ব্যাথা ওই সময় খুব বেড়ে যায়। hairpull hairpull
যেটা মর্ডান মেডিক্যাল সায়ন্স, মোটেই পাত্তা দেয় না। কিন্তু কেন? thinking thinking
মর্ডান মেডিক্যাল সায়ন্স এর ভাবনায়, সত্যিই কি পূর্নিমা ও অমাবস্যা আমাদের কোনো এফেক্ট করেনা? যদি করে তাহলে, কেন মর্ডান মেডিক্যাল সায়ন্স পাত্তা দেয় না?  confused confused
আরো কিছু রোগ / সমস্যা আছে যেগুলি পূর্নিমা ও অমাবস্যায় বেড়ে যায়।
যেমন-
১)মানষিক সমস্যা, আমরা যেটাকে পাগলামি বলি(lunacy and mental diseases)।
২) মৃগি রোগ।
৩) পাতলা পাইখানা।
৪) মেয়েদের পিরিয়ডের সমস্যা।
৫) খিদে বাড়া, নেশাগ্রস্ত বা এল্কোহোলিক হওয়ার প্রবনতা বেড়ে যাওয়া। ইত্যাদি, ইত্যাদি।।

মডার্ন সায়ন্স এগুলিকে কি বলে বা কিভাবে ব্যাখ্যা করে। কেউ যদি আলোকপাত করেন।।

প্রজন্ম ফোরাম

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: যদি সায়ন্স এর গায়ে চাঁদ লাগে

বেশ গুরুত্বর্পর্ণ প্রশ্ন ! এ ধরণের একটা টপিক আমার করার ইচ্ছে ছিল। আশা করি মডার্ন সায়েন্সের ভাইয়েরা যুক্তিযুক্ত উত্তর দিবেন।

Re: যদি সায়ন্স এর গায়ে চাঁদ লাগে

কিছু কিছু জিনিসের (রোগ জাতীয়) ব্যাপারে পূর্নিমা ও অমাবস্যা অবশ্যই প্রভাব ফেলে, এবং সাইন্স সেটা মানেও। তবে ৩ ও ৪ নাম্বারটা প্রথম শুনলাম।

Re: যদি সায়ন্স এর গায়ে চাঁদ লাগে

পূর্নিমা অমাবস্যার সাথে মাধ্যাকর্ষন শক্তির একটা যোগসুত্র আছে, এর কারনে মানুষের কিছু শারীরিক পরিবর্তন অস্বাভাবিক নয়।

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: যদি সায়ন্স এর গায়ে চাঁদ লাগে

প্রজন্ম ফোরাম

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: যদি সায়ন্স এর গায়ে চাঁদ লাগে

চাঁদের প্রভাবে যে কারনে জোয়ার হয় সেই একই কারনে এসবের প্রকপ বৃদ্ধি পায়

Re: যদি সায়ন্স এর গায়ে চাঁদ লাগে

অসুখ ভরা সমুদ্দুরে,
চাঁদের টানে বাড়ে,
পাহাড় চূড়ায় ডাক্তার, তাই,
চিন্তা নাহি করে।  tongue_smile

ছড়াবাজ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: যদি সায়ন্স এর গায়ে চাঁদ লাগে

আগে রিসার্চ ওয়ার্কের লিংক দেন তারপর দেখছি

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন amilee.2008 (২২-০৫-২০১৪ ২০:৫২)

Re: যদি সায়ন্স এর গায়ে চাঁদ লাগে

প্রজন্ম ফোরাম

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত