টপিকঃ এটি কী ধরনের মেসেজ?
বসে বসে কলাম আর ব্লগ পড়ছিলাম, হঠাৎ ভেসে এলো এই মেসেজটি-
ঠিক বুঝতে পারলাম না কী ধরনের মেসেজ দেখাতে চায়। প্রথমে ভাবলাম- ভাইরাস বা ম্যালওয়ার হয়তো হবে। ক্লিক না করাই ভালো, কিন্তু কৌতুহলবশে ক্লিক করার পর দেখি একটা নীল স্ক্রিনে কী একটা মেসেজ আসে। ওটার স্ক্রিনশট নেয়া যায় না বলে মেসেজটা দেখাতে পারছি না। গুগল 'সার্স' করার পর দেখি, অনেকের এই সমস্যা আছে। কেউ বলে ভাইরাস, কেউ বলে উইন্ডোজের সমস্যা, কেউ বলে উইন্ডোজ নকল ধরা পড়ার সাথে সাথে নাকি এরকম মেসেজ আসে। কিন্তু মূল সমস্যাটা যে কী- তা ধরতে পারলাম না।
কেউ কি এ ব্যাপারে আলোকপাত করবেন প্লিজ?