Re: বাংলা ইউজারনেম
আমার নামটা বাংলায় (জীবন আনন্দ) করে দিন।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » বাংলা ইউজারনেম
আমার নামটা বাংলায় (জীবন আনন্দ) করে দিন।
জীবন আনন্দ
করে দেয়া হয়েছে। নতুন নাম দিয়ে লগিন করুন।
আমার ইউজার নেম বাংলা করুন বর্তমান palashmahabub আছে করতে চাই পলাশমাহাবুব
আমার ইউজার নেম বাংলা করুন বর্তমান palashmahabub আছে করতে চাই পলাশমাহাবুব
আপনার ইউজারনেমটি পরিবর্তন (পলাশমাহাবুব) করে দেওয়া হয়েছে। আর তাই এখন থেকে ফোরামে প্রবেশ করতে নতুন ইউজারনেমটি ব্যবহার করুন।
আমার নামটি বাংলায়ই দেওয়া। তবুও কিছু মনগত কারনে আমি এটাকে পরিবর্তন করে আবারো আরেকটি বাংলা নিক নেমে পরিবর্তন করতে চাচ্ছি। এটা কি সম্ভব। যদি সম্ভব হয় তাহলে কি দয়া করে ধ্রুবতারা নামটি পরিবর্তন করে দিয়ে "*******" নামটি করে দিবেন।
সম্পাদনাঃ যেহেতু নামটি পরিবর্তন করা সম্ভব নয় তাই যেই নামটিতে পরিবর্তন করতে চেয়েছিলাম তা ইডিট করে মুছে দিলাম। যাতে করে পরবর্তিতে অন্য কেউ এই নামে নিবন্ধন করতে না পারে।
তবুও কিছু মনগত কারনে আমি এটাকে পরিবর্তন করে আবারো আরেকটি বাংলা নিক নেমে পরিবর্তন করতে চাচ্ছি। এটা কি সম্ভব।
এটা আপাতত সম্ভব নয়। বাংলা নাম একবারই করা যায়। দু:খিত।
এটা আপাতত সম্ভব নয়। বাংলা নাম একবারই করা যায়। দু:খিত।
তাহলে এই ইউজারটা ডিলিট করে দেন আমি আবারো নতুন করে নিবন্ধন করে নেই। সম্পূর্ন তো নতুন আইডি। আমি নতুন মেইল এড্রেস ব্যবহার করে আবারো নতুন আইডি খুলতে চাচ্ছি না। গরিব মানুষ। ইমেল মাত্র একটাই
আমার নাম টা কি পরিবর্তন করে মৃত্যুঞ্জয় করা সম্ভব
যদি সম্ভব হয় তাহলে করে দিন
বাংলানাম পরিবর্তন সম্ভব নয়। কেবলমাত্র বানান ভুল হয়েছে মনে হলে ভুল সংশোধন করে দেয়া সম্ভব। অন্যথায় নয়!
এই ছোট মহাপুরুষ নিক টা চেঞ্জ করে "মেহেদী হাসান" করে দিলে ভালো হতো।
একটু বড় হওয়ার পর এসব এখন নাটকীয় লাগে
নিজের নামেই বড় হই।
মন্তব্যঃ বাংলা নাম মনে হয় একবার ই করা যায়।
ক) বাংলা নাম পরিবর্তন করা যায় না। (ব্যাতিক্রম: বানান ভুল)
খ) মেহেদী হাসান নামে একজন সদস্য রয়েছেন।
ক) বাংলা নাম পরিবর্তন করা যায় না। (ব্যাতিক্রম: বানান ভুল)
খ) মেহেদী হাসান নামে একজন সদস্য রয়েছেন।
বানান ভুল ছাড়া রিয়েল নেম অপশন নেই?
আমার মনে হয় রিয়েল নেম এ যদি কেউ আসতে চায় সেই অপশন যোগ করলে ভালো হয়।
অথবা, এটাকে বানান ভুলের আওয়াত ফেলে দিন।
তাহলে "এমএইচ মেহেদী" করে দিন।
এমএইচ মেহেদী
এতো মেহেদী আইডি ফোরামের ডাটাবেজ লোড নিতে পারবে না । ৮০ দশকের শেষ ও ৯০ দশকের শুরুর দিকে মেহেদী নামের কেউ বিখ্যাত ছিল নাকি ? এই সময় জন্ম নেওয়া এতো লোকের নাম মেহেদী/মাহেদী কেন ?
ছোট মহাপুরুষ লিখেছেন:এমএইচ মেহেদী
এতো মেহেদী আইডি ফোরামের ডাটাবেজ লোড নিতে পারবে না
। ৮০ দশকের শেষ ও ৯০ দশকের শুরুর দিকে মেহেদী নামের কেউ বিখ্যাত ছিল নাকি ? এই সময় জন্ম নেওয়া এতো লোকের নাম মেহেদী/মাহেদী কেন ?
ড্যাডু ভাই ফাকে দিলেন পচায়া
ছোট মহাপুরুষই থাক নামটা মন্দ লাগে না
৮০ দশকের শেষ ও ৯০ দশকের শুরুর দিকে মেহেদী নামের কেউ বিখ্যাত ছিল নাকি ? এই সময় জন্ম নেওয়া এতো লোকের নাম মেহেদী/মাহেদী কেন ?
দুইটা চান্স আছে:
ক) ওই সময় ইমাম মেহেদী আাসার চান্স ছিল।
খ) সবাই আমারে দেখে কপি করা শুরু করছিল। আমার আগে যারা নাম নিয়েছে তারা কো-ইনসিডেন্ট।
আমার নামটি হুবহু Mizanur R. MIZAN দেখতে চাই। এখানে যেরকম লেখা আছে ঠিক সেরকমই।
আমার নামটি হুবহু Mizanur R. MIZAN দেখতে চাই। এখানে যেরকম লেখা আছে ঠিক সেরকমই।
এটি সম্ভব নয়। কেবল মাত্র ইংরেজী নাম থাকলে সেটি বাংলায় পরিবর্তন করে দেয়া সম্ভব। আপনি মোবাইলে লগইন করার ক্ষেত্রে আপনার ইউজার আইডি নাম্বার ব্যাবহার করতে পারেন,
সেক্ষেত্রে,
ইউজারনেম : 15304
পাসওয়ার্ড: <pass>
ধন্যবাদ
আচ্ছা আমার "হাবীব" নাম এর আগে কি "আহসান" লাগানো যাবে , ইচ্ছে করলে রাজশাহী বাদ দিতে পারেন (আহসান হাবীব)।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » বাংলা ইউজারনেম
০.০৯৯৩৪৬১৬০৮৮৮৬৭২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬০.৭১৩১২৭০৫৯০৯৫ টি কোয়েরী চলেছে