টপিকঃ র্যামের বাস স্পীড
আমি গিগাবাইটের গি ৪১ কমবো মাদারবোর্ড এবং ইন্টেলের ডোয়েল কোর ২.৮০ প্রসেসর ব্যাবহার করি। আমি বর্তমান র্যাম আপডেট করতে চাই। আমি corsair vengeance ৪ জিবি ১৬০০ মেগাহার্জ নিতে চাই। অনুগ্রহ করে বলবেন ১৬০০ মেগাহার্জ আমার মাদারবোর্ড সাপোর্ট করবে কিনা?