টপিকঃ গুগল অ্যাডসেন্স কি বাংলা সাপোর্ট করছে?
আজকের প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনে একটি খবর পড়তে গিয়ে দেখি, ওখানে নিউজের ঠিক নিচে গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন। এর আগে গত মাস দুয়েক ধরে দেখছি বিডিনিউজ২৪.কম-ও গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন দেখা যাচ্ছে। একটু বিভ্রান্ত হয়ে গেলাম। অ্যাডসেন্স কি তাহলে বাংলা সাপোর্ট করছে? অ্যাডসেন্সের ব্লগ কিংবা ওয়েব সাইট খুঁজে তেমন কিছু পেলাম না, বরং অ্যাডসেন্স কেন বাংলা সাপোর্ট করছে না তা নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই।
তাহলে বিডিনিউজ কিংবা প্রথম আলো কিংবা এ ধরনের আরও অনেক পত্রিকা কীভাবে অ্যাডসেন্সের বিজ্ঞাপন দিচ্ছে? এটা তো সুস্পষ্টভাবেই অ্যাডসেন্সের নিয়মবিরোধী। এসব ক্ষেত্রে অ্যাডসেন্স কোনো ব্যবস্থা নেয় না?