টপিকঃ cpanel এ রিডাইরেক্ট সমস্যা
আমি বেশ কয়েকদিন আগে আমার মেইন ডোমেইন http://www.nerniett.com এ যে কন্টেন্টগুলো আছে, সেগুলো http://www.nmobile.nerniett.com এ মুভ করি। আমার নিয়মিত কিছু ভিজিটর আছে (ইন্টারন্যাশনাল), তাই http://www.nerniett.com কে http://www.nmobile.nerniett.com এ cpanel এর রিডাইরেক্ট টুল ইউজ করে রিডাইরেক্ট করি। যাতে করে ভিজিটর কোন প্রকার ঝামেলা ছাড়াই নতুন ডোমেইনে প্রবেশ করতে পারে। আজ রিডাইরেক্ট রিমুভ করলাম। কিন্তু ব্রাউজারে যতবারই http://www.nerniett.com দেই, ততবারই ব্রাউজার আমাকে http://www.nmobile.nerniett.com এ নিয়ে যায়। অনেক চেষ্টা করেও সমাধান করতে পারলাম না। গুগোল করে যে ইস্যুগুলো পেলাম, সেগুলোর কোনটার সাথেই আমার সমস্যার মিল নেই। তাই আপনাদের কাছে সাহায্যের জন্য হাজির হলাম।
বিঃদ্রঃ Redirects type= Permanent (301) ছিল।