টপিকঃ উবুন্টু ১৪.০৪
আমি ১৪.০৪ ডালো শেষ করলাম কিছুক্ষন আগে। বর্তমানে আমার পিসিতে জানালা ৮ দেওয়া আছে। আগে জানালা ৭ এবং মিন্ট চালাতাম। কিন্তু আমার পিসির হার্ড ডিস্কটা নষ্ট হয়ে যাওয়াতে নতুন হার্ডডিস্কে আর Setup দেওয়া হয় নাই। লিনাক্স পার্টিশন ও দেওয়া হয় নাই। এখন সমস্যা হল জানালা ৮ এর সাথে ১৪.০৪ Setup দিলে কি কোন সমস্যা হবে?? আর পার্টিশন দিলে ১৪.০৪ জন্য কত জায়গা দিতে হবে?? আমার পিসি Core i3, 4GB RAM, 500 HD, ।