টপিকঃ কি দোষ করছিলাম ? আপনেরা বিচার করেন....
তুমি আমার মনে এইভাবে দাগা দিতে পার্লা??
মনে রাইখো যেখানেই যাও, যা কাছেই যাও...আমাকে তোমার লাগবেই।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » কি দোষ করছিলাম ? আপনেরা বিচার করেন....
তুমি আমার মনে এইভাবে দাগা দিতে পার্লা??
মনে রাইখো যেখানেই যাও, যা কাছেই যাও...আমাকে তোমার লাগবেই।
রানী বিয়ে করছে তাই
রানী কয়েক মাসের প্রেগন্যান্ট। তাই বিয়ে করে নিয়েছে লুকিয়ে ইটালীতে গিয়ে আদিত্য চোপড়ার সাথে।
কিতা কয় এরা.?
বুঝি না ক্যরে.?
চলচিত্রের মাল কি আমাদের মত মানুষের ঘর সাজানোর জিনিস মিয়া।
ভাই এইটা তো আমি আগে বুঝিনায়। আমার সব শেষ হইয়া গেল।
সমস্যাটি কোথায় তাওতো বুঝতে পারছি না,
পুরুষ মানুষ বেঁচে থাকার আগ পর্যন্ত , সুতরাং বিয়ে করেছেন তো শেষ,
সমস্যাটি কোথায় তাওতো বুঝতে পারছি না,
পুরুষ মানুষ বেঁচে থাকার আগ পর্যন্ত , সুতরাং বিয়ে করেছেন তো শেষ,
আউলদা যা বলেছেন না। সুপার হিট।
বিষয় টা কিছুই বুজলাম না
সমস্যাটি কোথায় তাওতো বুঝতে পারছি না,
পুরুষ মানুষ বেঁচে থাকার আগ পর্যন্ত , সুতরাং বিয়ে করেছেন তো শেষ,
একটু শান্তি পেলাম............।
হায় হায় ভাই... আপনার জন্য কষ্ট লাগছে ।
কাঁদিস নারে অবুঝ পোলা,
পাসনে মোটেও কষ্ট,
কত রাণীই বাড়িয়ে দুহাত,
করতে জীবন নষ্ট।
এই নেন জামাই বউ এর ছবি। এইবার কাঁদেন।
মামা কে বলছে তোমার সব শেষ
তোমার জন্য রয়েছে অফুরন্ত বাশ
আবেগে কাইন্দালাইছি।
মন্তব্য করার জন্য সকলকে ধন্যবাদ।.............
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » কি দোষ করছিলাম ? আপনেরা বিচার করেন....
০.০৬১২৬৫৯৪৫৪৩৪৫৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৬৮৯৭০০০৭১৬০৪ টি কোয়েরী চলেছে