Re: খুলনা থেকে সিলেট ভূখণ্ডের দাবি বিজেপির নেতা সুব্রাহ্মনিয়ম স্বামীর !
বিজেপির কোন স্বামী না মামি, এইডা পাগলা হইছে, এইডারে যতো দ্রুত সম্ভব ভারত থেকে এনে পাবনার পাগলা গারদ এ পাঠানো দরকার
৩ ১৯-০৪-২০১৪ ১৮:৫৬ সর্বশেষ সম্পাদনা করেছেন ভেজা বিড়াল (১৯-০৪-২০১৪ ১৯:০২)
Re: খুলনা থেকে সিলেট ভূখণ্ডের দাবি বিজেপির নেতা সুব্রাহ্মনিয়ম স্বামীর !
ভারতের সুপ্রীমকোর্ট বলছে ভারতে নাকি ৩ কোটি অবৈধ বাংলাদেশি আছে। বিজেপির দাবি ৫ কোটি বাংলাদেশি ভারতে বাস করে কংগ্রেসের ভোট ব্যাংক হিসেবে। বিজেপি বাংলাদেশ বিদ্বেষী দল। এরা এইবার ক্ষমতায় আসলে বাংলাদেশিদের কপালে শনি আছে। মুখে আমরা যত কথাই বলি না কেনো ভারতে যদি বাংলাদেশ বিরোধী সরকার আসে তবে বাংলাদেশের জন্য ক্ষতির কারন হবে। তিস্তা , সীমান্ত কিছুতো হবেই না বরং যেইসব চুক্তি বাস্তবায়নাধীন সেই সব বন্ধ করতে কাজ করবে মোদি সরকার। ২০০৭ সালে মুয়াম্মার গাদ্দাফির লিবিয়া অফিসিয়ালি ভারতকে প্রস্তাব দিয়েছিলো বাংলাদেশকে ২৯তম রাজ্য বানাতে কারন হিসেবে বলেছে বাংলাদেশের অর্ধেক ডুববে পানির নিচে ভবিষ্যতে। এই বাঙ্গালীরা কই যাবে ভারত ছাড়া। তাই একে ২৯তম রাজ্য বানাও তবে ভারত কর্ণপাত করে নি। যদি মোদি সরকার আসে তবে এরা বাংলাদেশ বিরোধী নীতি নিবে কারন বিজেপি চরম মুসলিম বিদ্বেষী দল। কিছুদিন আগে বিজেপির এক নেতা (মোদি না) নির্বাচনী জনসভায় বলেছে বাংলাদেশি হিন্দু যারা ভারতে অনুপ্রবেশ করেছে তাদের ভারতীয় নাগরিকত্ব দিয়ে বাংলাদেশি মুসলিম যারা ভারতে আছে তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে হবে।
মোদি নিপাত যাক। সাম্প্রদায়িক রাজনীতি নিপাত যাক।
Re: খুলনা থেকে সিলেট ভূখণ্ডের দাবি বিজেপির নেতা সুব্রাহ্মনিয়ম স্বামীর !
ভারতীয় নিউজ পেপারে এই খবর কই???
ENJOY AS U LIKE IT
Re: খুলনা থেকে সিলেট ভূখণ্ডের দাবি বিজেপির নেতা সুব্রাহ্মনিয়ম স্বামীর !
টপিকের শিরোনাম এডিট করা দরকার। দাবীটা একজন ইন্ডিভিজুয়ালের। ভারতীয় জনতা পার্টির থেকে এরকম কোনও দাবী করা হয়নি।
৬ ১৯-০৪-২০১৪ ২২:০১ সর্বশেষ সম্পাদনা করেছেন ভেজা বিড়াল (১৯-০৪-২০১৪ ২২:০২)
Re: খুলনা থেকে সিলেট ভূখণ্ডের দাবি বিজেপির নেতা সুব্রাহ্মনিয়ম স্বামীর !
Re: খুলনা থেকে সিলেট ভূখণ্ডের দাবি বিজেপির নেতা সুব্রাহ্মনিয়ম স্বামীর !
মখার ইন্ডিয়ান ভার্সন
৯ ২০-০৪-২০১৪ ০৫:২৬ সর্বশেষ সম্পাদনা করেছেন ভেজা বিড়াল (২০-০৪-২০১৪ ০৫:৪১)
Re: খুলনা থেকে সিলেট ভূখণ্ডের দাবি বিজেপির নেতা সুব্রাহ্মনিয়ম স্বামীর !
১১ ২০-০৪-২০১৪ ০৮:৫৮ সর্বশেষ সম্পাদনা করেছেন ভেজা বিড়াল (২০-০৪-২০১৪ ০৯:০২)
Re: খুলনা থেকে সিলেট ভূখণ্ডের দাবি বিজেপির নেতা সুব্রাহ্মনিয়ম স্বামীর !
ভারতে মোদি সরকার আসলে বাংলাদেশিদের ভারতে ভিসা পেতে চরম ভোগান্তি হবে। মোদি প্রতিটি নির্বাচনী সভায় বাংলাদেশকে ইস্যু করেছে। বাংলাদেশ এমনিতেই খুব ছোট একটা দেশ। ভারতের পেটের ভিতরে ঢুকে আছে। বর্তমানে প্রতি বছর ৩০ লাখ বাংলাদেশি ভারতে যাওয়ার ভিসা পায় চিকিৎসার জন্য, ব্যবসার জন্য, ভ্রমনের জন্য। মোদি প্রধানমন্ত্রী হলে এই সংখ্যা ৩ লাখে নামিয়ে আনবে।
ভারতে কিছু অবৈধ বাংলাদেশি আছে এটা সবাই জানে কিন্তু সেটা ৫ কোটি (বিজেপির দাবি) এটা বিশ্বাসযোগ্য না। হয়তো ৫ লাখকে ৫ কোটি বলে প্রচার করে ভোট পাওয়ার জন্য।