টপিকঃ উবুন্টুর নতুন ভারসন ১৪.০৪ এল টি এস রিলিজ পেয়েছে
উবুন্টুর নতুন ভারসন ১৪.০৪ রিলিজ পেয়েছে. এই মাত্র ডাউনলোড শুরু করলাম।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » উবুন্টুর নতুন ভারসন ১৪.০৪ এল টি এস রিলিজ পেয়েছে
উবুন্টুর নতুন ভারসন ১৪.০৪ রিলিজ পেয়েছে. এই মাত্র ডাউনলোড শুরু করলাম।
http://www.ubuntu.com/download/desktop
বৈধ ডাউনলোড লিঙ্ক
পিচ্চিকালে নতুন এডিশন বের হবার সাথে সাথে সেটাপ দিতাম। :p
এখন দেড় দুই বছর পর পর চেঞ্জ করি।
ছয় মাস পর পর ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট চেঞ্জ করা পেইন।
যাহোক, বাঘ-ভাল্লুক কেমন আছে?
মিন্ট এর জন্যে অপেক্ষায় আছি। মে'র শেষের দিকে মিন্ট'র এলটিএস রিলিজ হবে।
কয়েকদিন আগে ১৩.১০ দেখে ভেবেছিলুম সেটআপ দেই।যাক ভালো হয়েছে যে দেই নি।এখন নতুন ভার্সন এসেছে।এটাই ডালো করব
32 বিট টরেন্ট লিঙ্ক
https://thepiratebay.se/torrent/9986309
20minute এ ডালো হয়ে গেল। 1.2MB এর মত স্পিড পেয়েছি। বাংলাদেশের ISPros সার্ভারে ISO রাখা ছিল হয়ত।
20minute এ ডালো হয়ে গেল। 1.2MB এর মত স্পিড পেয়েছি। বাংলাদেশের ISPros সার্ভারে ISO রাখা ছিল হয়ত।
ঢাকা কম এর মিররে তো ১ -৪ মিনিট লাগার কথা।
যারা আমার মতন অলস পাবলিক তারা কোন দিনই গ্নিউ/লিনাক্স এর ভালো দিকটা উপভোগ করতে পারবে না। তবে যারা সচেতন ইউজার হতে চান, তাদের উদ্দেশ্যে একটি কথা না বললেই নয়। আর তা হচ্ছে "রিলিজ নোটস" এটি যেকোন ডিস্ট্রোর প্রতিটি ভার্সন রিলিজের সময় ডকুমেন্টেড হয় যাতে উল্লেখ থাকে কোন কোন ফিচার নতুন সংযোজিত হল এবং কোন ফিচার বাদ দেয়া হয়ে থাকলে সেটি কেন বাদ দেয়া হল তার কারণ সহ সেটিরও উল্লেখ থাকে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নতুন কোন বাগ থাকলে সেটি রিলিজ নোটেও উল্লেখ করা থাকে। সেই সাথে কাঙ্খিত সমাধানও বলে দেয়া থাকে।
[নদী/পুকুরে সাঁতার কাটার সময় ভুলবশত বার বার পানি গিলে ফেলার থেকে সাঁতার শুরুর পূর্বেই অন্তত একবার জেনে নেয়া ভালো যে কিভাবে পানি খাওয়া এড়িয়ে চলতে হবে না হলে বার বার একই ভুলের দরুন পানি গিলে গিলে পানিতে পেট ফুলে এক সময় পেট ফেটে পরারও আশঙ্কা থাকে।]
অতএব, কোন একটি ডিস্ট্রোর নতুন কোন ভার্সন আপনার মেশিনে ইন্সটল করার পূর্বে অন্তত একবার সেই ভার্সনের রিলিজ নোট টি পড়ে নেয়াটা উত্তম। এতে করে ইন্সটলেশন পরবর্তী ঝামেলার আশঙ্কা হ্রাস পাবে এবং আপনার নতুন অভিজ্ঞতা বিরক্তিকর না হয়ে হবে আনন্দদায়ক।
আর যেকোন ডিস্ট্রোর ডাউনলোড অপশন ও মিরর, ইন্সটলেশন গাইডলাইন, রিলিজ নোট ইত্যাদি সেই ডিস্ট্রোর অফিসিয়াল সাইটে একত্রে সুসজ্জিত থাকে। তাই শুধুমাত্র ইন্টারনেট এর চিপায়-চাপায়, অলিতে-গলিতে লুকনো আংশিক তথ্যের উপর নির্ভরশীল না হয়ে ডিস্ট্রোর প্রকৃত কমিউনিটি সাইট, সাপোর্ট ফোরাম, মেইলিং লিস্ট ও আই.আর.সি চ্যানেল গুলিতে সংশ্লিষ্ট ডিস্ট্রো সম্পর্কিত সমস্যা-সমাধান ও তথ্য অনুসন্ধান করাটাই শ্রেয়।
আশা আছে, আগামী মাসে উবুন্টুর এই নতুন ভার্সনটি ইনস্টল করবো।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » উবুন্টুর নতুন ভারসন ১৪.০৪ এল টি এস রিলিজ পেয়েছে
০.০৫২৫০৫০১৬৩২৬৯০৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৯৬৩২৪৫৯৬০৮৯৪ টি কোয়েরী চলেছে