টপিকঃ অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানতে চাই
প্রায় দুবছর হল আমার এক খালাতো ভাই অ্যাফিলিয়েট মার্কেটিং করে। কোন একটা কোম্পানির পক্ষে গেমসের সফটওয়ার সেল করে।
জানতে চাই অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করা যায় এবং এর জন্য ভাল সাইট কোনটা?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানতে চাই
প্রায় দুবছর হল আমার এক খালাতো ভাই অ্যাফিলিয়েট মার্কেটিং করে। কোন একটা কোম্পানির পক্ষে গেমসের সফটওয়ার সেল করে।
জানতে চাই অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করা যায় এবং এর জন্য ভাল সাইট কোনটা?
clickbank.com
cj.com
clickbank.com
cj.com
এ সকল সাইতের ক্ষেত্রে পেমেন্টের নিশ্চয়তা কতটূকু?
আমার একজন পরিচিত http://cbpirate.com/s/cbp/karim1967 এই সাইটটিকে প্রোমট করে। এই সাইটের এক্সিস কিভাবে পাও্য়া যায় এবং কিভাবে আয় হয়?
জানা থাকলে জানাবেন।
ব্রাস ভাই যেই সাইট দিয়েছে সেগুলো অল দ্য ওয়ে ভ্যরিফাইড সুতরাং পেমেন্ট রিলেটেড চিন্তা করার দরকার নাই। আপনি যতটুক কমিশনের প্রোডাক্ট সিলেক্ট করবেন তার বেসিসেই পেমেন্ট অটোমেটিক আপনার বিলিং সাইকেলে যোগ হয়ে যাবে।
আর আপনি বাংলাতে গুগল করলেই অনেক কিছু জানতে পারবেন যেহেতু সোর্স আছে সুতরাং কষ্ট করে বেশী লিখবো না।
প্রথমত, অ্যফিলিয়েট মার্কেটিং এর জন্য আপনাকে মাইন্ড সেট করতে হবে যেটা হচ্ছে সবচেয়ে বড়ো চ্যালেনজ। এমনিও অনলাইনে লোকজন আজকাল তাদের কার্ড ইনফো বা পিপি ইনফো শেয়ার করতে কিছুটা সংকোচ বোধ করে তার উপরে তাদের দিয়ে আপনি একটা প্রোডাক্ট কিনাতে চাচ্ছেন যেখান থেকে একটা পার্সেনেজ আপনার নিজের থাকবে। ব্যাপারটা একটু ট্রিকি আসলেই। তবে যদি জানেন যে আপনি কিভাবে আগাবেন তাহলে আপনাকে আমি ম্যাপিং করে দেয়ার ক্ষেত্রে কিছুটা সাহায্য করতে পারি। কিন্তু এগেইন সফল হবেন এই টাইপ কোনো গ্যারান্টি নিয়ে শুরু না করাই ভালো।
আর একটা মেজর আ্যফিলিয়েট মার্কেটিং সাইট হলো এ্যমাজন। এখানে গিয়ে সাইন আপ করলে আপনি এদের সাইটের প্রোডাক্ট সেল করে দিলেও কমিশন পাবেন। এছাড়াও আপনি নিজে যেসব প্রোডাক্ট অনলাইনে কিনে ব্যবহার করেছেন যদি এখন পর্যন্ত কিছু কিনে থাকেন। এগুলোর কোনো একটার মালিকের সাথে কথা বলে আন্টারপ্রন্যু হিসেবে নিজেই মার্কেটার হয়ে যেতে পারেন সেই প্রোডাক্টের জন্য। আগে ভেবে দেখুন আপনি কি করতে চাচ্ছেন, তারপর আর বক বক করা যাবে।
এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইনে আয় করা সবচেয়ে সহজ ও ইন্টারনেট চালানোর সামন্য অবিজ্ঞতা থাকলেও সামন্য কিছু সময় দিয়ে অনায়াশে আপনি মাসে একটা ভাল এমাউন্ট পেতে পারেন , যা দিয়ে আপনি আপনার পকেট খরজ ও মোবাইল খরজ চালাতে পারবেন।
এফিলিয়েট মার্কেটিং নিয়ে আমার পোস্ট এখানে দেখুন- http://forum.projanmo.com/topic47503.html
সরাসরি এফিলিয়েট এ জয়েন করতে পরনে https://bestsocialplan.com/affiliate
আমার মতে আমাজান.কম ( www.amozon.com) সবচেয়ে ভালো।
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানতে চাই
০.০৫৮৩৫১৯৯৩৫৬০৭৯১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৪৪৫২৯৫৬৭৭৯৬৮ টি কোয়েরী চলেছে