টপিকঃ উইন্ডোজ ৮.১ সেটাপে সমস্যা
আবার আসিলাম ফিরে, আপনাদের জ্বালাতন করিতে ।মনের শখে খানিক জানালা ৮.১ এর স্বাদ গ্রহণ করতে চেয়েছিলাম।কিন্তু মাইক্রোসফট ভিলেনটা যে ঐটায় বাঁধা বিপত্তি দিয়ে রেখেছে সেটা দেখে মাথায় বাজ পরছে। এটাকে বাইপাস করার কোন পন্থা ও পাচ্ছি না। এর আগে যদিও জানালা ৮ এর রিলিজ প্রিভিউ ব্যবহার করেছিলাম। কেন পারছি না এই হল তার কারণঃ
PAE: gives 32-bit processors the ability to use more than 4 GB of physical memory on capable versions of Windows, and is a prerequisite for NX.
NX: helps your processor guard the PC from attacks by malicious software.
SSE2: is a standard instruction set on processors that is increasingly used by third-party apps and drivers.
If your PC doesn't support PAE, NX, and SSE2, you won’t be able to install Windows 8.1
বিস্তারিতঃ এখানে
এখন আমার প্রসেসর হল পেন্টিয়াম-৪ ৩.০০ গিগা হার্জ, সেইই প্রস্তর যুগের প্রোডাক্ট। এখন পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে ভালই চললেও জানালা ৮.১ এসে বিপত্তি ঘটলো ।যাক আমার পি-৪ প্রসেসর SSE2 সাপোর্ট করে। বাকি দুটো PAE & NX করে না।এর জন্যই মূলত জানালা ৮.১ সেটআপ করতে পারছি না
।
এখন আপনাদের কাছে সবিনয় আবেদন এই যে, এই হতভাগা কে জানালা ৮.১ সেটআপের কোন পন্থা জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব