১ ১৫-০৪-২০১৪ ২২:৩৮ সর্বশেষ সম্পাদনা করেছেন mizvibappa (১৫-০৪-২০১৪ ২২:৩৮)
Re: উইন্ডোজ ৮.১ সেটাপে সমস্যা
হার্ডডিস্ক খুলে কোন ফ্রেন্ডের বাসায় নিয়ে সেটাপ করিয়ে নিয়ে এসে নিজেরটায় লাগিয়ে চালু করে বসে থাকেন।
ক্লিন এ্যান্ড ক্লিয়ার বাংগালী সিস্টেম। আব্বার ২৫৬ মেগা র্যামের সেলেরন সিস্টেমে এমনেই উইন্ডোজ ৭ চালাইছিলাম।
৪ ১৫-০৪-২০১৪ ২৩:৫৭ সর্বশেষ সম্পাদনা করেছেন mizvibappa (১৫-০৪-২০১৪ ২৩:৫৯)
Re: উইন্ডোজ ৮.১ সেটাপে সমস্যা
Re: উইন্ডোজ ৮.১ সেটাপে সমস্যা
Re: উইন্ডোজ ৮.১ সেটাপে সমস্যা
Re: উইন্ডোজ ৮.১ সেটাপে সমস্যা
এখানেই মুক্ত প্রযুক্তি ভিত্তিক ওএস গুলোর মহিমা উদ্ভাসিত। নতুন/পুরোনো হার্ডওয়্যার কোন বিষয় না, শুধুমাত্র সচল কি না সেটুকু নিশ্চিত হলেই যথেষ্ট। কেন যে মুক্ত প্রযুক্তি-মুক্ত হার্ডওয়্যার-মুক্ত সফটওয়্যার বলে বেশী বেশী চিল্লাই সেটার কারন এই, বাধ্যতামূলকভাবে সফটওয়্যার ব্যবহারের জন্য হার্ডওয়্যার লকড বা ব্যবহারকারীর সচল হার্ডওয়্যার বাদ করে দিয়ে নতুন করে পয়সা খরচে আপগ্রেডে বাধ্য করা।
Re: উইন্ডোজ ৮.১ সেটাপে সমস্যা
'মেহেদী৮৩' ভাই সত্যিই কাজের পথ দেখিয়েছেন। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এইটা খুব কমন একটা এক্টিভিটি। একসময় এই ধরণের যন্ত্রণার দরুণ ডিভিডি ড্রাইভ খুলে লুকিয়ে রেখেছিলাম (সবাইতো বুটেবল পেন ড্রাইভের ব্যাপারে ভাল জানেনা ) ।
'mizvibappa' ভাইয়ের সমস্যার সমাধান হয়ে থাকলে জানান।
Re: উইন্ডোজ ৮.১ সেটাপে সমস্যা
১০ ১৬-০৪-২০১৪ ১৯:৪৯ সর্বশেষ সম্পাদনা করেছেন mizvibappa (১৬-০৪-২০১৪ ১৯:৫১)
Re: উইন্ডোজ ৮.১ সেটাপে সমস্যা
Re: উইন্ডোজ ৮.১ সেটাপে সমস্যা
মাত্র মাইক্রোসফ্ট WP ফ্রিতে দেওয়া শুরু করেছে। Mac & Chrome OS এর চাপে শুনছি Windows 9 (with Ads) ফ্রিতেই চলে আসবে। That will be the biggest shake in Microsoft's history if it happens.
Re: উইন্ডোজ ৮.১ সেটাপে সমস্যা
Re: উইন্ডোজ ৮.১ সেটাপে সমস্যা
Re: উইন্ডোজ ৮.১ সেটাপে সমস্যা
Re: উইন্ডোজ ৮.১ সেটাপে সমস্যা
কোন টপিক কোন দিকে চলে যাচ্ছে আমিও হালকা নাক গলাই। সবাই জানেন তবুও বলি, ওপেন সোর্স মানেই ফ্রি নয়, ফ্রি মানেই ওপেন সোর্স নয়। রিচার্ড স্টলম্যান এর মতে, ওপেন সোর্স ফ্রি বিয়ার নয়, বরং ফ্রিডম অফ স্পীচ। আর এটাই ওপেন সোর্সের মূল শক্তি।
উইন্ডোজ ওদের ওএস ফ্রি দিচ্ছে নাকি কয়েকশ ডলারে বিক্রি করছে সেটা নিয়ে আমার বিশেষ মাথা ব্যথা নেই। ওদের কাজ কোয়ালিটি সফটওয়ার দেয়া, কাস্টোমারদের সার্ভিস দেয়া। সেটা ওরা করতে পারলেই হলো। আমার মাথা ব্যথা হয় তখন যখন ভেন্ডর লকের কথা শুনি। প্রচুর হার্ডওয়ার আছে যেগুলো শুধু উইন্ডোজেই কাজ করে, ম্যাক বা লিনাক্সে ড্রাইভার নেই। আমার সমস্যাটা এখানেই। এজন্য শুধু ড্রাইভার লেখা কোম্পানী দায়ী? আমার মনে হয়না। একটা সামান্য গেম যেটা বিনোদন দেয়া ছাড়া কিছুই পারেনা, সেটাও এক প্লাটফর্মে পপুলারিটি পেলে ডেভেলপাররা অন্য প্লাটফর্মে রিলিজ দেয়ার জন্য উঠে পড়ে লাগে। সেখানে হার্ডওয়ারের মত দরকারি জিনিসের ড্রাইভার অন্য প্লাটফর্মে লেখা হবেনা কেন? বেশি মানুষ ওই হার্ডওয়ার ব্যবহার করলে কারও লস আছে? লস যদি থাকেও সেটা অন্তত ওই হার্ডওয়ার কোম্পানির না। তাহলে? সবাই বুঝে নিন।
উইন্ডোজ ৯ ফ্রি আসলে আমি ব্যবহার করবো? সম্ভবত না। কেন? ওপেন সোর্স না বলে? না। মাইক্রোসফটের প্রোডাক্ট বলে? আরে না ব্যবহার করবোনা কারণ যেসব কাজে আমার উইন্ডোজ ব্যবহার করতে হয় সেগুলো উইন্ডোজ ৭ দিয়েই চলে যায়। খামাখা আমি ওএস কেনো বদলাতে যাবো? তবে আমার ডেভেলপমেন্টের জন্য উইন্ডোজ ৯ যদি দরকার হয় আমি বিনা দ্বিধায় চালাবো। কারণ সেটা আমার প্রয়োজন। শুধু ফ্রি বলে নয়।
Re: উইন্ডোজ ৮.১ সেটাপে সমস্যা
Vai shob ekta problem e porsi.Keu ki janen kivabe password protected RAR file er
passrword break korte hoy? Janle please ektu janan.