Re: বাংলাদেশের জয়!
আজকে শ্রীলংকা বনাম নিউজিল্যান্ড খেলা হবে এবং নিউজিল্যান্ড জিতবে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশের জয়!
আজকে শ্রীলংকা বনাম নিউজিল্যান্ড খেলা হবে এবং নিউজিল্যান্ড জিতবে।
আজকে শ্রীলংকা বনাম নিউজিল্যান্ড খেলা হবে এবং নিউজিল্যান্ড জিতবে।
আমার মনে হয় নিউজিল্যান্ড হারবে।
আমার মনে হয় নিউজিল্যান্ড জিতবে অথবা শ্রীলংকা জিতবে।:)
আমার মনে হয় নিউজিল্যান্ড জিতবে অথবা শ্রীলংকা জিতবে।:)
তাই নাকি?;q
আজকে শ্রীলংকা বনাম নিউজিল্যান্ড দারুণ একটা খেলা হবে। আশা করি শ্রীলংকা জিতবে।
আজকে শ্রীলংকা বনাম নিউজিল্যান্ড দারুণ একটা খেলা হয়েছে। শ্রীলংকা জিতেছে। :: ::
শ্রীলংকা এবারে শক্তিশালি দল। আশাকরি তারা চ্যাম্পিয়ন হোক।
সাউথ আফ্রিকা যদি শেষের দুইটা খেলাতে হেরে যায় এবং বাংলাদেশ যদি শেষের দুইটা খেলাতে জিতে যায় এবং বাংলাদেশের রানরেট যদি সাউথ আফ্রিকার চাইতে ভালো হয় এবং ইংল্যান্ড যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় তাহলে বাংলাদেশের সেমি ফাইনাল খেলা সম্ভব হবে। :: :: ::
সাউথ আফ্রিকা যদি শেষের দুইটা খেলাতে হেরে যায় এবং বাংলাদেশ যদি শেষের দুইটা খেলাতে জিতে যায় এবং বাংলাদেশের রানরেট যদি সাউথ আফ্রিকার চাইতে ভালো হয় এবং ইংল্যান্ড যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় তাহলে বাংলাদেশের সেমি ফাইনাল খেলা সম্ভব হবে। :: :: ::
জটিল হিসাব। হিসাবটা মিলে গেলে খুব খুশি হইতাম।
যদি গর্ডন গ্রীনিজ-কে আবার বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয় তাহলে কেমন হবে?
বাংলাদেশ দলের জন্যে একটা ভালো খবর:
সাউথ আফ্রিকা যদি শেষ খেলায় ইংল্যান্ডের সাথে হেরে যায় এবং বাংলাদেশ যদি শেষ দু'টো খেলায় জিতে যায়; তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে। যেটা বেশি ভালো খবর সেটা হচ্ছে এই মুহূর্তে সাউথ আফ্রিকার রানরেট বাংলাদেশের চাইতে খারাপ। =D =D =D
যদি বাংলাদেশ আজ আয়ারল্যান্ডকে এবং পরে ওয়েষ্টইন্ডিজকে ভালো ভাবে পরাজিত করে তবে?
<বাংলাদেশ জিততে পারে যদি, হাবিবুলকে অবসর দিয়ে-
ওপেনিং এ জাভেদ + তামিম এবং ওয়ানডাউনে নাফিস, তার পর আশ্রাফুল, আফতাব, মুসফিক, সাকিব, মুর্তজা, রফিক, রাজ্জাক, এবং রাসেল এভাবে নামাতে হবে>
এই মুহূর্তে সাউথ আফ্রিকার রানরেট বাংলাদেশের চাইতে খারাপ। কিন্ত যদি বাংলাদেশ শেষ দু'টো খেলায় জিতে যায়, এবং তখন যদি রানরেট সাউথ আফ্রিকার চেয়ে কম হয় তাইলে ?
ইশতিয়াকের অপেক্ষায়...............
বাংলাদেশ ৪র্থ স্থানে উঠবে এবং ১ম স্থান অধিকারী অষ্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল খেলবে।
ভাগ্য ভালো হলে অষ্ট্রেলিয়া পরাজিত হলে............।
আশাকরি আজ বাংলাদেশ আজ জিতবে।
আমার পোস্টগুলো ফোরামে অর্থহীন ভেবে মুছে দিলাম
এই মুহূর্তে সাউথ আফ্রিকার রানরেট বাংলাদেশের চাইতে খারাপ। কিন্ত যদি বাংলাদেশ শেষ দু'টো খেলায় জিতে যায়, এবং তখন যদি রানরেট সাউথ আফ্রিকার চেয়ে কম হয় তাইলে ?
ইশতিয়াকের অপেক্ষায়...............
বাংলাদেশ দল যদি টাইম মেশিনে করে একদিন পেছনে যেয়ে আয়ারল্যান্ডকে হারায় ..........
জয় হক বাংলাদেশের.....
বাংলাদেশ আয়ারল্যান্ডকে আন্ডারষ্টিমেট করায়- আমাদের এই পরাজয়।
বাংঙ্গালীরা ডাংগুলী ভালো খেলতে পারবে। ক্রিকেট বড়লোকদের খেলা এটা আমরা পারবনা।
বাংলাদেম আগের বছর নতুন কানাডার কাছে হারে এই বছর নতুন আয়ারল্যান্প্ড.........
নতুনদের কাছে হারার মজাই আলাদা।
ইনসাল্লাহ আমরা শেষ খেলায় জিতবো। শেষ ভালো যার সব ভালো তার।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশের জয়!
০.০৭৯৭৮১০৫৫৪৫০৪৩৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৪.৮০৬০৪৯০২১৮৯৩ টি কোয়েরী চলেছে