টপিকঃ হয়ে গেল রেসলম্যানিয়া ৩০... আন্ডারটেকারের স্ট্রিক শেষ !!!
█░▀░█ █▄▄█ ▀▀█ █░░█ █░▀░█ ▄▀░
▀░░░▀ ▀░░▀ ▀▀▀ ░▀▀▀ ▀░░░▀ ▀▀▀
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » হয়ে গেল রেসলম্যানিয়া ৩০... আন্ডারটেকারের স্ট্রিক শেষ !!!
সুন্দর অভিনয়। এক কালে ভালোই লাগতো।
এটা সবার জানাই ছিল যে (যারা যানে রেসলিং স্ক্রিপটেড) আন্ডারটেকার এর স্ট্রিক শেষ হবে।
সকালে লাইভ স্ট্রিমিং দেখছি পুরোটা
আমার অবশ্য স্ক্রিপ্টেড রেসলিং জানার পর প্রমাণ বহুবার হাতে নাতে পাবার পরেও দেখতে মন্দ লাগতো না
আজকে সিরিয়াস মেজাজ খারাপ হইছে, ফার্স্ট অফ অল আন্ডারটেকারের এই পরাজয়, বাই দ্যা ওয়ে, আমার ধারণা এইটা স্ক্রিপ্টে ছিলো না, ঘটে গেছে বাই এনি চান্স কিছু একটা গড়বড় হতেই পারে, আর দ্বিতীয়ত ড্যানিয়েল আমার অন্যতম প্রিয় খেলোয়ার ছিলো প্রথম থেকেই, তবে হুদাই ওরে এতো সাপোর্ট দেয়া হইছে যে মেজাজ খারাপ সবচেয়ে বেশি, একেবারেই অতিরিক্ত নাটুকে !!
এই অনুষ্ঠানটা এখনও সমনে পরলে দেখি।
কেন স্ট্রিক শেষ করা হয়েছে সেটা নিয়ে অনেক আলাপ আলোচনা এখনো চলছে। সত্যি কথা হচ্ছে এই স্ট্রীক ২০১০ এ শেষ হওয়ার কথা ছিল, এই ব্রক লেসনার কেই আন্ডারটেকার অনুরোধ করেছিল স্ট্রীক ভাংগার দায়িত্ব নিতে। এটা এমন একটা দায়িত্ব যেটা wwe এর কোনো রেসলার নিতে চায়নি এবং পারতোও না। দরকার ছিল এমন কাউকে যে এই বোঝা বহন করতে পারতো। দর্শকের নেগেটিভ রিএকশনে যার কিছুই যায় আসেনা। সেদিক থেকে আমি বলবো সঠিক লোককেই দায়িত্ব দেয়া হয়েছে।
আমি ব্যক্তিগত ভাবে খুশি হতাম যদি স্ট্রিক টি অটুট থাকতো এবং রেসলম্যানিয়ে ২৮ এর পরই আন্ডারটেকার অবসর নিয়ে নিত। শন মাইকেল আর ট্রিপল এইচ - দুই লিজেন্ড কে পাশে নিয়ে বিদায় ই হতো ওর জন্য শ্রেষ্ঠ। অন্যদিকে, আন্ডারটেকার হচ্ছে ওল্ড স্কুল রেসলার। ওল্ড স্কুল রেসলার রা বিদায়বেলা পরাজয় দিয়ে শেষ করে। সেদিক থেকে আন্ডারটেকারের পরাজয় টা একদম শকিং বলা যাচ্ছেনা।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » হয়ে গেল রেসলম্যানিয়া ৩০... আন্ডারটেকারের স্ট্রিক শেষ !!!
০.০৪০৬২৭৯৫৬৩৯০৩৮১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৬.৫০৭৭৮০৪৩০২৬৭ টি কোয়েরী চলেছে