Re: সমকামীতা ইসলামে সম্পূর্ণ নিষেধ কেন?
গে, লেসবিয়ান এসব কি?
BanglaArticle.com
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » রোমাঞ্চ » সমকামীতা ইসলামে সম্পূর্ণ নিষেধ কেন?
গে, লেসবিয়ান এসব কি?
আমার মনে হয় একটা প্রকৃতিগত অপরটি অপ্রকৃতিগত।
প্রাণীদের বুদ্ধিবৃত্তি নিম্নস্তরের ,তাই মানুষকে এদের ফলো করতে হবে এমন কোন কথা নেই।
প্রকৃতিগতভাবেই একজন পুরুষ এবং নারীর মধ্যে সম্পর্ক যুক্তিযুক্ত এবং অঙ্গপ্রতঙ্গও সেভাবেই প্রস্তুত হয়।
কিন্তু এর বিপরীত আমার কাছে বিকৃত রুচি ছাড়া কিছুই নয়।
তবে ব্যাপারটা আপেক্ষিক। যেমন আমি আমি যদি পাপ বলে কিছু মানি তাহলে আমার জন্য পূণ্য আছে। রাত বলে কালোময়তা দেখি বলে আমার কাছে দিন আছে তেমনি পৃথিবীতে প্রকৃতিগত একটা রুচির স্টান্টার্ড আছে বলেই আমার কাছে এর অন্যথা বিকৃত রুচি।
ফোরামের কেউ একজন বলেছিলেন ,পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে বলে এর আবহাওয়া আমাদের জন্য স্ট্যান্টার্ড ,অক্সিজেন , পানি আমাদের কাছে অতি প্রয়োজনীয় ঠিক তেমনি হয়তো অন্য কোন গ্রহে নাইট্রোজেন গ্যাস আর পানিহীন গ্রহে কোন জীবন সৃষ্টি হয়েছে ,সেখানকার আবহাওয়া তাদের জন্য স্ট্যান্টার্ড !
ব্যাপারটা আমার কাছে অনেকটাই এরকম মনে হয় ।
সর্বশেষ একটা কথাই বলব , কিছু কিছু মানুষতো পাগলও হয় ,তবে কেন তাদের পাগলাগারদে রাখা হয় ?
মানবাধিকারের নামে যারা এসব বিকৃতিমনাদের স্বীকৃতি দেয় তাদেরকে প্রথমে পাগলাগারদের পাগলদের মুক্তি দিতে হবে ,তাদের বিভিন্ন উচ্চপদে সমাসীন করতে হবে।
আমি ডিসকভারিতে একটা অনুষ্ঠানে দেখলাম আগেকার লোকজন সমকামীতা করলে তাদের কীভাবে শাস্তি দিয়ে মারা হত। তাই আমি আমার এক বন্ধুকে বললাম জানিস আগেকার লোকজন প্রচন্ড খারাপ ছিল কোন অন্যায় করলে তো অনেক কষ্টকর শাস্তি দিত আর সমকামীতা করলে কষ্টজনক মৃতু দিত। তখন ও বলে কি ঠিক করতো ড্যাশ দের. আমি বললাম কেন ঠিক করত? তখন ও বলে কি সমকামীতা করবে কেন। এই বিষয়ে অনেক তর্ক হয় ওর সাথে।
তাহলে দেখুন এভাবে যদি সবাই সমকামিদের ঘৃনার চোখে দেখে তাহলে ওরা কি করবে?
আমার বাড়ীর পাশের এক ভাগীনা সে মেয়েলী টাইপের সমকামি। তার সম্পর্কে যে লোকজন কত বাজে কথা বলে যে বলার মত না এবং আমিও বলতাম। যখন দেখলাম এটা কোন খারাপ কাজ নয় এটা সব প্রানীর মধ্যেই আছে তখন থেকে আমি ওকে ভাল চোখে দেখি। ওই ছেলেটা সব সময় সাকিব খান খান করে বেড়ায় হা হা শুনলে বড়ই হাসি আসে।
আমি মনে করি সমকামিতা একটা বিকৃত মানসিকতার উদাহরন। এটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত মাত্র। হোক সে লেসবিয়ান অথবা গে।
কে লেসবিয়ান আর কে গে এটা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যাথা নেই। আপনি তাদের স্বীকৃতি দিতেই পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি পারি না।
হিজড়া -> শারীরিক প্রতিবন্ধী
গে-লেসবিয়ান -> মানসিক প্রতিবন্ধী (এটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত মাত্র)
আর যৌন অক্ষমতা -> আরেক জিনিস (শারীরিক প্রতিবন্ধী)
নিনজা, আমার মনে হয়, আপনি সমকামিতা,গে-লেসবিয়ান,হিজড়া সব এক করে গুলিয়ে ফেলছেন। এগুল এক জিনিস নয়।
ছোট্ট একটা অপ্রাসঙ্গিক (আবার প্রাসঙ্গিকও বটে ) একটা ঘটনা বলি: একবার এক ছেলের সাথে আমার তর্ক জড়িয়েছিলাম। সে বলে পর্ণ দেখাতে খারাপ কিছু নাই। সে আমাকে অনেক যুক্তি দেখালো। আমি তাকে সব যুক্তি উপস্থাপন শেষে একটি কথাই বলেছিলাম - "তাহলে তো আপনার পরিবারের সাথে পর্ণ দেখতে অসুবিধা নেই, হোক সে আপনার বোন, হোক সে আপনার মা, হোক সে আপনার ছেলে অথবা মেয়ে"। তখন সে চুপ করে বসে থেকে কিছুক্ষণ পরে একটা দীর্ঘ নিশ্বাস ফেলে কি যেন বলতে চেয়েও বলল না। হয়তো যুক্তি পেয়েও পরে একটু আবারো চিন্তা করতে থাকে।
ভাই শোনেন, কিছু কিছু জিনিস আছে যার ব্যাখ্যা সব মানুষের জানা সহজেই সম্ভব হয় না। হুম জানতে পারেন হয়তো। একটু দেরি হবে হয়তো। তবে জানার ইচ্ছা থাকা ভালো।
যারা জানেন তাদের কাছে এবং লেখকের কাছে আমার কয়েকটা প্রশ্ন। [উত্তর নাম্বার উল্লেখ করে দিবেন]
১. পৃথিবীতে কি ছেলে মেয়ের সংখ্যা সমান? আপনার মতে কোনটার সংখ্যা বেশী হতে পারে?
২. যাদের সংখ্যা বেশী তাদের কি বিয়ে হবে না? নাকি তারা বাধ্য হয়ে সমকামিতায়-পতিতাবৃত্তিতে যোগ দিবে?
৩. পুরুষ সমকামী হলে সমাজের জন্য সমস্যা বেশী, নাকি মেয়ে হলে?
৪. আপনি কি পুরুষের বহু বিবাহের পক্ষে নাকি মহিলা বহু বিবাহের পক্ষে?
আমি অযথা তর্কে জড়াতে চাচ্ছি না। শুধু মাত্র উত্তর জানতে চাচ্ছি।
১. পৃথিবীতে কি ছেলে মেয়ের সংখ্যা সমান? আপনার মতে কোনটার সংখ্যা বেশী হতে পারে?
http://en.wikipedia.org/wiki/Human_sex_ratio
২. যাদের সংখ্যা বেশী তাদের কি বিয়ে হবে না? নাকি তারা বাধ্য হয়ে সমকামিতায়-পতিতাবৃত্তিতে যোগ দিবে?
তাদেরই বিয়ে হবে যারা বিয়ে করতে চায়। আর বিয়ে না করলেই কি সমকামিতায়-পতিতাবৃত্তিতে যোগ দিতে হবে?
৩. পুরুষ সমকামী হলে সমাজের জন্য সমস্যা বেশী, নাকি মেয়ে হলে?
মানুষের ব্যক্তিগত জীবন সমাজে কোনও প্রভাব ফেলেনা। ব্যক্তিগত ব্যাপারটার ডেফিনিশানই তাই।
৪. আপনি কি পুরুষের বহু বিবাহের পক্ষে নাকি মহিলা বহু বিবাহের পক্ষে?
আমি কোনওটারই পক্ষে নই। আবার যদি কেউ বহুবিবাহের পক্ষে থাকে তাতেও আমার আপত্তি নেই। তার নিজস্ব ব্যাপার। তবে বহুবিবাহের পক্ষে যে থাকবে তাকে অবশ্যই পুরুষ এবং মহিলার বহুবিবাহ - দুটিই সমর্থন করতে হবে। নাহলে সে হিপোক্রীট।
সর্বশেষ একটা কথাই বলব , কিছু কিছু মানুষতো পাগলও হয় ,তবে কেন তাদের পাগলাগারদে রাখা হয় ?
পাগল মাত্রেই পাগলাগারদে রাখা হয়না। যাদের থেকে মানুষের ক্ষতি হয়েছে তাদেরই পাগলাগারদে রাখা হয়। আপনাদের দেশে কী নিয়ম জানিনা, ভারতে আদালত যদি বোঝে যে কোনও পাগলের থেকে মানুষের "ক্ষতির সম্ভাবনা", তবুও তাকে পাগলাগারদে পাঠাতে পারেনা। নিয়ন্ত্রিত পরিবেশে চিকিৎসার রায় দেয়।
আর অনেকেই থাকে যাদের মানসিক ভারসাম্য স্বাভাবিক নয়। অনেকে মানসিক প্রতিবন্ধী। "কোই মিল গ্যয়া" সিনেমাটি দেখেছেন কী? কীভাবে এক মানসিক প্রতিবন্ধী ছেলেকে তার সহপাঠীরা পদে পদে অপমান করত। আপনি কী মনে করেন ঐ ছেলেটিকে পাগলাগারদে পাঠিয়ে দেওয়া উচিত? নাকি বিশেষ যত্ন নিয়ে বেড়ে ওঠায় সাহায্য করা উচিত?
সমকামীদের ব্যাপারটিও তাই। দুজন সমকামী একসাথে থাকলে তাদের থেকে তো আমার-আপনার কোনও ক্ষতি হয়না। তাহলে কেন তাদের অধিকার অস্বীকার করবেন?
প্রকৃতিগতভাবেই একজন পুরুষ এবং নারীর মধ্যে সম্পর্ক যুক্তিযুক্ত এবং অঙ্গপ্রতঙ্গও সেভাবেই প্রস্তুত হয়।
কিন্তু এর বিপরীত আমার কাছে বিকৃত রুচি ছাড়া কিছুই নয়।
আপনি হয়ত সমকামীদের সম্পর্কে তেমন কিছু জানেন না তাই এমনটি সহজেই বলতে পারছেন। একটা কথা চিন্তা করুন আপনি যদি মেয়ে হয়ে জন্ম নিতেন তাহলে আপনার কি করার থাকত? তেমনি একজন সমকামীও জন্মগত ভাবে সমকামী হয়। তাই তাদের কিছুই করার থাকে না। আর বলছেন যে আমরা অন্য পশুকে ফ্লো করতে যাব কেন। একজন সমকামী অন্যকে বা অন্য পশুকে ফ্লো করে সমকামী হন না। বরং পৃথিবীর সকল প্রানীর মধ্যেই সমকামীতা আছে সেটা তুলে ধরা হয়েছে তাই।
শেষ কথা সমকামীদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনাকে কয়েকজন সমকামী আত্মকথা শুনতে হবে তাদের কাছে থেকে। আমিও এক সময় তাদের ঘৃনার চোখে দেখতাম।আমি মনে হয় ভাল বলতে পারলাম না। তাই
মেরাজ ভাই যদি বিস্তারিত বলেন তাহলে মনে জাবেদ ভাইয়ের কিছুটা ধারনা হবে।
২. যাদের সংখ্যা বেশী তাদের কি বিয়ে হবে না? নাকি তারা বাধ্য হয়ে সমকামিতায়-পতিতাবৃত্তিতে যোগ দিবে?
আরে ভাই বিয়ে তো হয়ই বিদেশে। এসিয়াতে এর সংখ্যা কম বলে কি সারা বিশ্বেই তাদের বিয়ে হবেনা?
তাদেরই বিয়ে হবে যারা বিয়ে করতে চায়। আর বিয়ে না করলেই কি সমকামিতায়-পতিতাবৃত্তিতে যোগ দিতে হবে?
আরে ভাই বিয়ে তো হয়ই বিদেশে। এসিয়াতে এর সংখ্যা কম বলে কি সারা বিশ্বেই তাদের বিয়ে হবেনা?
over-all যদি দেখি তাহলে পৃথিবীতে মেয়েদের সংখ্যা বেশী। পৃথিবীর কথা বাদ দিলাম। বাংলাদেশের ছেলে-মেয়ে (১৫-৬৪ বছরের) Ratio ০.৮৯ । অর্থাৎ ১টি মেয়ের জন্য ০.৮৯ ছেলে। অথবা বলা যেতে পারে ১০০ টি মেয়ের জন্য ৮৯ টি ছেলে।
আপনি Wikipedia গিয়ে দেখতে পারেন।
অর্থাৎ মেয়ের সংখ্যা ছেলের থেকে বেশী। এখন যদি ১০০ টি মেয়ের হিসাব করা হয় সেই হিসাবে যদি ১টি ছেলের সাথে ১টি মেয়ের বিয়ে হয় তাহলে যেই ১১ টি মেয়ে বাকি থাকবে তাদের কি হবে? কিন্তু মনে রাখবেন মেয়েগুলো বিয়ে করতে ইচ্ছুক বা বিবাহ উপযোগী। আপনি মেয়েগুলোর অবস্থান থেকে চিন্তা করে উত্তরটি দিবেন।
আপনি হয়তো একটি উধাহরন দিতে পারেন। কিন্তু সেটা যেন আমাদের পাবলিক ভার্সিটিতে Admission এর মত না হয়। প্রতিবার যেমন টা হয়। আগের বারের Student রা যেমন পরের বারের Student দের সিটের অংশীদার হয়ে থাকে। মানে বলতে চাচ্ছি, সমস্যাটা যেন থেকে না যায়।
কাগজ কলমের বিয়ে না, ইসলামী শরিয়া আনুযায়ী বিয়ে। কেয়ামতের ময়দানে কি সরকারী কাগুজে বিয়ে কোন দাম আছে ?
অন্য দিকে আমার ব্যক্তিগত মতামত হলো, সমকামীরা নাস্তিক এদের কাছে পরকালের কোন দাম নাই।
১)গোটা পৃথীবিতে যত লোক আছে তার ভিতরে কত % লোকের ইসলামী শরিয়া আনুযায়ী বিয়ে হয়?
২) কুর-আনে বলা আছে এরকম-- আমি তোমাদের কে সৃষ্টি করলাম পুরুষ ও নারী তে, তার মানে
এই পৃথীবিতে পুরুষ ও নারী, এই দুই লিংগ ছাড়া অন্য কিছু ব্যতিক্রম ঘটার কথা নয়... কিন্তু
এর ব্যতিক্রম কেন ঘটলো? কোন শয়তানী চক্রী ঈশ্বরকে ওভার ট্রাম্প করলো? জানি এর উত্তর আপনি পেয়ে যেতে পারেন, কিন্তু তাতে কতটা সার বস্তু থাকবে
৩) হিজড়া/সমকামীতা আসে সাধারনত হরমোন এর সমস্যা থেকে,তাই, আগে থেকে বোঝার কোনো উপায় থাকে না। বয়ঃসন্ধির পর সেটা নজরে আসে।।
দ্যা ডেডলক ভাই, এখন মনে করুন কারো পরিবারে বা আপনার বা আমার পরিবারে এক ছেলের জন্ম হলো, বয়ঃসন্ধির সময় তার শরীরে, ফিমেল হরমোন গুলি বেশি ক্রিয়া করায়, তার শরীরে নারীত্তের লক্ষন ফুটে উঠলো,এবং তার পুং অংগ সুগঠিত হলো না, (মানে মেসিন আছে কিন্তু মেসিনের কাজ করার ক্ষমতা নেই),
=>এখন তার ব্যাপারে আপনার অবস্থান কি?
=>বা ইসলামী শরিয়ার অবস্থান কি?
=>তাকে মেরে ফেলবেন?
=>সে কি নাস্তিক?
৪) হ্যা, আমি, আপনি, সবাই বলছি সমকামী বিকৃত। কিন্তু যদি আমার বা আপনার দেহে ওই (হারামজাদা) হরমোন গুলি হারামিপনা করতো, তাহলে কি করতাম আমি/আপ্নি?
কাকে দোষ দেবেন?
ঈশ্বরকে?? তিনি তো আগে থেকেই হাত তুলে দিয়েছেন (আমি তোমাদের কে সৃষ্টি করলাম পুরুষ ও নারী তে)
@ঘুমন্ত সজীব
আমি মনে করি সমকামিতা একটা বিকৃত মানসিকতার উদাহরন।
আপনার মনে করাটা সব সময় ঠিক নাও হতে পারে। সমকামি মানুষ হওয়ার পিছনে, ১টি মাত্র কারন থাকতে পারে না ভাই,কারন অনেক।। কেউ কি সাধ করে পাগল হতে চায়??
হিজড়া -> শারীরিক প্রতিবন্ধী
গে-লেসবিয়ান -> মানসিক প্রতিবন্ধী
কিন্তু কেন? মানসিক প্রতিবন্ধকতা বা শারীরিক প্রতিবন্ধকতা কিভাবে আসে? ভেবে দেখবেন না একবারও??
~যদিও শরীরে বাইরে মন নয় আবার মনের বাইরে শরীর নয়!!~
একবার এক ছেলের সাথে আমার তর্ক জড়িয়েছিলাম। সে বলে পর্ণ দেখাতে খারাপ কিছু নাই। সে আমাকে অনেক যুক্তি দেখালো। আমি তাকে সব যুক্তি উপস্থাপন শেষে একটি কথাই বলেছিলাম - "তাহলে তো আপনার পরিবারের সাথে পর্ণ দেখতে অসুবিধা নেই, হোক সে আপনার বোন, হোক সে আপনার মা, হোক সে আপনার ছেলে অথবা মেয়ে"। তখন সে চুপ করে বসে থেকে কিছুক্ষণ পরে একটা দীর্ঘ নিশ্বাস ফেলে কি যেন বলতে চেয়েও বলল না। হয়তো যুক্তি পেয়েও পরে একটু আবারো চিন্তা করতে থাকে।
ami পর্ণ নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু আপনার যুক্তিটাও যে অসার, সেটাই বলতে চাইছি...
ধরুন আমি বিবাহিত, আমি আমার বউ সাথে সহবাস করবো
(এটা তো নিশ্চয় ভালো জিনিস)
সেটা কি আমি আমার পরিবারের সবাই কে দেখিয়ে করবো, ভাই
গোটা পৃথীবিতে যত লোক আছে তার ভিতরে কত % লোকের ইসলামী শরিয়া আনুযায়ী বিয়ে হয়?
আমি এই কথা বলে ছিলাম কারণ টপিকের শিরনামের সাথে সঙ্গতি রেখে।
এবং আমি মানবাধিকারের পক্ষে তাই যার যা ইচ্ছা তা তার ব্যক্তিগত জীবনে করতেই পারে। বাইরের লোকদের এই নিয়ে মাথা ঘামানোর কিছু নাই।
গে দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকতে পারে ।কিন্তু লেসবিয়ান সম্পূর্ন সেইফ
দেখতে বেশ মজা লাগে তাই নয় কি?
নিঞ্জারে ইতা তুমি ইকা কইলা। আমার মতো মানুষ এই সব দেখে কল্পনাতেও আনিলা কেমুনে।
amilee.2008 লিখেছেন:গোটা পৃথীবিতে যত লোক আছে তার ভিতরে কত % লোকের ইসলামী শরিয়া আনুযায়ী বিয়ে হয়?
আমি এই কথা বলে ছিলাম কারণ টপিকের শিরনামের সাথে সঙ্গতি রেখে।
এবং আমি ...... এই নিয়ে মাথা ঘামানোর কিছু নাই।
ভাই আপনার কাছে আরো কিছু প্রশ্ন ছিলো, আপনার কাছ থেকে উত্তর গুলো পেলে ভালো লাগত ...
অবশ্য আপনা কে কোট করে লেখা হলেও, প্রশ্নগুলো সার্বজনীন , সবাই মতামত দিক...
ঘুমন্ত সজীব লিখেছেন:একবার এক ছেলের সাথে আমার তর্ক জড়িয়েছিলাম। সে বলে পর্ণ দেখাতে খারাপ কিছু নাই। সে আমাকে অনেক যুক্তি দেখালো। আমি তাকে সব যুক্তি উপস্থাপন শেষে একটি কথাই বলেছিলাম - "তাহলে তো আপনার পরিবারের সাথে পর্ণ দেখতে অসুবিধা নেই, হোক সে আপনার বোন, হোক সে আপনার মা, হোক সে আপনার ছেলে অথবা মেয়ে"। তখন সে চুপ করে বসে থেকে কিছুক্ষণ পরে একটা দীর্ঘ নিশ্বাস ফেলে কি যেন বলতে চেয়েও বলল না। হয়তো যুক্তি পেয়েও পরে একটু আবারো চিন্তা করতে থাকে।
ami পর্ণ নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু আপনার যুক্তিটাও যে অসার, সেটাই বলতে চাইছি...
ধরুন আমি বিবাহিত, আমি আমার বউ সাথে সহবাস করবো![]()
(এটা তো নিশ্চয় ভালো জিনিস)
সেটা কি আমি আমার পরিবারের সবাই কে দেখিয়ে করবো, ভাই![]()
porn আর সহবাস আপনার কাছে এক মনে হইল
।
আপনি যা বললেন . . .
কোন কিছু খাওয়া গেলেই তো আর সব সুখাদ্য হয় না।
তেমনি ভাবে সব Entertainment তো আর এক না। কিছু Positive আবার কিছু Negative.
আপনার মত দেখলে তো আর ভালো খারাপ বলে দুনিয়াতে কিছু থাকল না।
গে দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকতে পারে
কিন্তু লেসবিয়ান সম্পূর্ন সেইফ
হাস্যকর কিন্তু সত্য বটে
![]()
porn আর সহবাস আপনার কাছে এক মনে হইল
![]()
।
আপনি যা বললেন . . .![]()
কোন কিছু খাওয়া গেলেই তো আর সব সুখাদ্য হয় না।
তেমনি ভাবে সব Entertainment তো আর এক না। কিছু Positive আবার কিছু Negative.
আপনার মত দেখলে তো আর ভালো খারাপ বলে দুনিয়াতে কিছু থাকল না।
ভাই, আমি একবারও বলতে চাইনি, ২টো এক জিনিস, আমি এটুকু বোঝাতে চাইলাম, এমন কিছু বিষয় থাকে, সেগুলো আপ্নি সবার সামনে করতে পারবেন না, কিছু গোপনীয়তার প্রয়োজন হয়। পর্ন ভালো না খারাপ, বা তার সহবাসের সঙগে কি রকম সম্পর্ক বা ইত্যাদি ইত্যাদি... এসব কিছুই আমার বক্তব্য নয়, এবার আশাকরি বোঝাতে পেরেছি...
ভাই তর্ক তো অসীম, তাই কিছু যুক্তি মেনে নিতে হয়, না হলে সমাধান আসে না।
আর ভালো মন্দের কথা বলছেন... তার বির্তক বহুদুর, আপনার কাছে যা ভালো আমার কাছে ভালো নয়, আমার কাছে যা ভালো তা আবার আপনার কাছে ভালো নয়...
আপনি সুখাদ্য-কুখাদ্যের কথা বলছেন, আপনার কাছে যা কু, তা হয়তো অন্যের কাছে সু, আবার উল্টোটাও একি ভাবে প্রযোজ্য,
আবার সেই বির্তকিত বিষয়টা উত্থাপন করি, আপনি বলবেন, ওটা খেলে টিনিয়া সোলিয়াম হয়, আরেক জন বলবে,- “দুরভাই ভালো করে সিদ্ধ না করে খেলে তো হবেই, আমি তো ২০ বছর খাচ্ছি, কই......
”। আপনি বলবেন, ওরা খুব নোংরা জিনিস খায়, সে বলবে “দূর ভাই! আপনার – আমার বাড়ীর বজ্য-নোংরা, বমি, পাইখানা, মুত্র এক কথায় আমরা যেটাকে sewage বলি,সেটা কোথায় গিয়ে মেসে… পুকুরে,খালে, বিলে, নদীতে, আর আপনি সেই মাছ, জীভে রসনা এনে মহানান্দে খাচ্ছেন,
যারা গ্রামে থাকেন তারা জানেন, গ্রামের মুরগি গুলো কি খায়, রাস্তার পাসে পড়ে থাকা বিষঠা, আর সে মুরগি গুলো আমি-আপ্নি মড়মড় করে চিবিয়ে খাচ্ছি, তো মহাশয় নোংরা তো আপ্নিও খাচ্ছেন আমিও।
Entertainment এর কথা বলি,
আপনার কাছে নাইট ক্লাবে যাওয়াটা Negative Entertainment হতে পারে,
হতে পারে খারাপ, পরিপন্থি, অশ্লীল, আবার এরকমও তো হয়,
যে নাইট ক্লাবে যায় তার কাছে আপ্নি ব্যাক-ডেটেট,গাইয়া ।
তো আমার এত কিছুর উপসংহার ১টা- বস্তুবাদের ভালো ও মন্দ রিলেটিভ ব্যাপার,
আপনার মত দেখলে তো আর ভালো খারাপ বলে দুনিয়াতে কিছু থাকল না।
ভাই, সত্যি হয়তো নাই
কেবল দ্যাখার এংগেলটা বদলে যায়।
তাই আসে বস্তুবাদের ভালো ও মন্দ।।
ধন্যবাদ আপনাকে...
আল্লাহ হারাম করেছেন এ টুকুই কী যথেষ্ট নয় ,আরো জানার ইচ্ছে থাকলে কুরআন হাদীস পরুন।
'amilee.2008' ভাই খুব সুন্দরভাবে যুক্তি উপস্থাপন করে গুছিয়ে লিখেছেন। খুব ভালো লাগলো। আমার নিজের ভেতর যেই প্রতিক্রিয়াগুলো কাজ করে সেগুলো লিখা হয়না শুধু এইভাবে পাল্টাপাল্টি যুক্তি উপস্থাপন করে গুছিয়ে লিখতে পারিনা বলে। আপনার লেখাগুলোর মধ্য দিয়ে আমার মনের কথাগুলো একরকম আমার মনের কথাগুলো বেরিয়ে এসেছে । হ্যাটস্ অফ টু ইউ।
ভাই খুব সুন্দরভাবে যুক্তি উপস্থাপন করে গুছিয়ে লিখেছেন। ..............
পারিনা বলে। আপনার লেখাগুলোর মধ্য দিয়ে আমার মনের কথাগুলো একরকম আমার মনের কথাগুলো বেরিয়ে এসেছে। হ্যাটস্ অফ টু ইউ।
তিতাস, আপনাকেও ধন্যবাদ...
আপনিও পয়েন্ট টু পয়েন্ট সাজিয়ে লেখার চেষ্টা করুন, আপনিও পারবেন, এবং খুব ভালোই পারবেন।
তবে, যখন যুক্তি দেবেন সব দিকটা কভার করার চেষ্টা করবেন, আর আপনার যুক্তির বিপক্ষে কি কি প্রশ্ন হতে পারে ও তার উত্তর কি কি হবে আগে থেকে ভেবে নিয়ে, সেই উত্তরগুলি দিয়ে কভার করে দেবেন।
তাহলে, আপনার মত গুলিও সেয়ার করলে, আমরাও অনেক কিছু জানতে পারবো।
কুভই দুক্ষজনক ... সমকামীরা যে মেয়েলী হয় এই অদ্ভূত তথ্য আপনি কোথা থেকে পেয়েছেন ?
আগে মেয়েবন্ধুর সাথে ছেলে থাকলে ইর্ষা অনুভব করতাম , এখন মেয়ে থাকলেও করতে হয়। এই জগতে সব কিছুই সম্ভব।
আজো কিছু প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর পাই না,তাই প্রশ্নের পাকদন্ডীতেই পাক খাই।
এই মুহুর্তে ২-৪ টে প্রশ্ন মনে পড়ছে...।
জানি না প্রশ্নগুলোকে এই ডাইসে ফেলা যাবে কিনা, তবে রিলেটেড হতে পারে...।
১) ছবি আকা নিষেধ? ঘরে কোনো জন্তুর ছবি রাখা যাবে না, কিন্তু গাছের ছবিতে কোনো প্রকার বারন নেই।
।
২) কবিতা লেখাও নাকি নিষেধ।(শুনেছি, আমি সিওর নই, এমন কিছু আছে কিনা)
৩) দাবা খেলা নিষেধ,
হায় হায় এত ভালো একটা বুদ্ধির খেলা,তাও...
৪) মিউজিক যুক্ত গান শোনা,গাওয়া, নিষেধ। (প্রশ্নটা আগেও একবার করেছিলাম অন্য এক টপিকে, সেখানে প্রায় আমার ব্যান খাওয়ার উপক্রম হয়েছিল
)।
দেখুন সব কটিতেই ক্রিয়েটিভিটি এবং রিক্রিয়েশান প্রকাশ পায়, সেখানেই নিষেধএর সিলমোহর মেরে দেওয়া হলো।
তাই মনে মনে প্রশ্ন জাগ্রত হয়,
দিল দরিয়া ঈশ্বর কি এতই নিষ্ঠুর,
নাকি এখানে অন্য কারো হাতের কারসাজি আছে??
প্রজন্ম ফোরাম » রোমাঞ্চ » সমকামীতা ইসলামে সম্পূর্ণ নিষেধ কেন?
০.১০৭৯৯০৯৮০১৪৮৩২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.২৮৫৯৭৫১৯৭৯৮১ টি কোয়েরী চলেছে