টপিকঃ প্রজন্মের নতুন মডারেটর
প্রজন্ম ফোরামের মডারেশনে আজ থেকে যুক্ত হলো একটি নতুন নাম। তিনি আর কেউ নন, ফোরামের পরিচিত মুখ, শ্রদ্ধেয়জন, আমাদের ইলিয়াস আহমেদ।
প্রজন্ম ফোরাম একটি দীর্ঘ সময় পাড়ি দিয়ে এসেছে, নানা সময়েই নানা প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু প্রজন্ম কখনোই থেমে থাকেনি। আশা করা যায়, ইলিয়াস আহমেদ, প্রজন্মটীম কে গতানুগতিকভাবেই গতিশীল রাখতে সাহায্য করে যাবেন।
ইলিয়াস আহমেদ পূর্বে "অবসর" এবং "আড্ডার আসর" এ এডমিন হিসেবে দায়িত্ব পালন করেছেন (কিংবা করছেন)।
আশা করি, ইলিয়াস আহমেদ তার বিচক্ষণতা, অভিজ্ঞতা দিয়ে প্রজন্মকে গতিশীল রাখবেন।
ধন্যবাদ।