টপিকঃ সমকামীতা ইসলামে সম্পূর্ণ নিষেধ কেন?
সমকামীতা শুনতেই কেমন একটা বিশ্রী ভাব মনে হয়। আর সমকামী বিয়ে এটা আরো খারাপ শোনা যায় এবং দেখতেও। একটা পুরুষ ও মহিলার সম্পর্ক হবে এইটাই প্রকৃতিগত নিয়ম। কিন্তু দেখুন পৃথিবীর সকল প্রানীর মধ্যেই সমকামীতা আছে। তাহলে এটা পাপ চোখেই বা দেখা হবে কেন? এখন আপনি বলবেন সমকামীতা দেখতে খারাপ দেখা যায় এবং এর মাধ্যমে রোগ ব্যাধি বেশী ছড়ায়। কিন্তু রোগ ব্যাধি যাতে কম হয় সেইজন্য কিন্তু অনেক উপায় আছে এবং সেগুলো প্রয়োগ করলেই তো আর কোন সমস্যা হচ্ছে না। এখন আপনি যদি বলেন আল্লাহ সমকামিতা নিষেধ করেছে সম্পূর্ণ ভাবে। ভাই আমি একটা কথা বলি তাহলে আল্লাহ সমকামী মানুষ তৈরি করছে কেন? আপনি যদি বলেন আল্লাহ পরিক্ষা করছে। এখানে একটা কথা আছে। কেউ কখনো সমকামি ইচ্ছাকৃত ভাবে হয় না এইটা প্রকৃতিগতই হয়। আর যেসব সমকামি এমনি পুরুষদের মতই আচরন করে তাদের কে যদি পরিবার থেকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় তাও তারা স্ত্রী কে কিছুটা খুশি করতে পারে মনে হয়।
কিন্তু যেসব সমকামি মেয়েলী টাইপে চলা ফেরা করে তাহলে তাদের কে কীভাবে সমাধান করবেন? মেয়েলী পুরুষরা ইচ্ছা করলেও তারা পুরুষদের মত চলতে পারে না বরং তারা মেয়েদের সাথে সম্পর্ক করা তো দূরে থাক তারা মেয়েদের নিয়ে চিন্তাও করতে পারে না। তাহলে এদের কীভাবে সমাধান করবেন? যদি জোর জবস্তি করে বিয়ে দিয়ে দেন তাহলে মনে হয় সেই মেয়েটার জীবন তো নষ্ট হবেই তার সাথে ছেলেটার জীবনও ধংশ হবে। সে কখনো পারবে না তার স্ত্রী কে সুখি করতে। তাহলে তাকে কিভাবে সমাধান করবেন?
বাংলাদেশেও অনেক মহিলা সমকামি আছে কিন্তু তারা লজ্জায় ভয়ে প্রকাশ করতে পারে না।কথায় আছে না মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না। তেমনি তারা কাউকে বুঝতে দেয় না এবং কষ্ট করে স্বামীর সংসার করে। আর ছেলেরা প্রকাশ্য হয় তাই এত ছড়াছড়ি। আমার চোখে এখনো একটাও মহিলা সমকামি দেখি নাই কিন্তু আমার চোখে দেখা আমি প্রায় 20 টার উপরে পুরুষ সমকামি দেখেছি আর তারা মেয়েলী টাইপে কথা বলে এবং হাটেও।
বিজ্ঞান বলেছে সমকামি কোন অসুখ নয়। অনেকেই বলে সমকামি দের হত্যা করা উচিৎ। তারা বিকৃত যৌনাচার করে। তাদের সমাজে না থাকাই ভাল।
আচ্ছা সমকামী লোকগুলো আপনাদের কি এমন ক্ষতি করছে যে তার জন্য হত্যা করা উচিৎ বলে মনে হয়? সমকামিদের তাদের মতই থাকতে দিন তারা যেভাবে পছন্দ করে। একটা কথা চিন্তা করে দেখুন আপনার সন্তান যদি সমকামী হয় তাহলে কি আপনি পারবেন আপনার সন্তানকে সমকামিতা থেকে ফিরিয়ে আনতে বা তাকে হত্যা করতে? আর তার সমাধানই বা করবেন কীভাবে। এটা তো রোগ নয় যে আপনি চাইলেই তাকে ঔষুধ খাওয়ায়ে ঠিক করবেন। আসলে সমকামিতা একটা জন্মগত সমস্যা এবং সমকাম পৃথিবীর সকল প্রানীর মধ্যেই আছে তাহলে এটাকে পাপ চোখে দেখা হচ্ছে কেন? আর একটা কথা বুঝলাম যে সমকামিতা পাপ আল্লাহ মানুষ দের পরিক্ষা করার জন্য সমকামি তৈরি করেছে। তাহলে অন্য প্রানীর মধ্যে সমকামিতা দিয়ে আল্লাহ কিসের পরিক্ষা নিবেন?