২ ০৯-০৪-২০১৪ ১৬:১৮ সর্বশেষ সম্পাদনা করেছেন তিতাস (০৯-০৪-২০১৪ ১৬:২০)
Re: ফোল্ডার ও শর্টকার্টের আইকন ক্রাশ করেছে, দয়া করে হেল্প করেন।
সমস্যার সমাধান যদি না হয়ে থাকে তবে নিম্নে উল্লেখিত উপায় অবলম্বন করুনঃ
System File Checker রান করিয়ে দেখতে পারেন। তবে এটি করতে আপনার উইন্ডোজ সেটাপ ডিস্ক-টা সিডি/ডিভিডি রমে লাগানো থাকতে হবে।
স্টার্ট মেনুতে Run-এ ক্লিক করে sfc /scannow লিখে এন্টার চাপুন।