সর্বশেষ সম্পাদনা করেছেন 66mamun (০৬-০৪-২০১৪ ১৪:৩৮)

টপিকঃ মানষিক ব্যাক্তিত্ত্য কি ভাবে তৈরি করব?

মানষিক ব্যাক্তিত্ত্য কি ভাবে তৈরি করব?

Re: মানষিক ব্যাক্তিত্ত্য কি ভাবে তৈরি করব?

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মানষিক ব্যাক্তিত্ত্য কি ভাবে তৈরি করব?

রাহাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মানষিক ব্যাক্তিত্ত্য কি ভাবে তৈরি করব?

একটা টিপস... আমি অনেক উপকৃত হয়েছি। সেটা হলো, নিজেকে কোথাও কেন্দ্রীভূত করবেন না। ফ্লুইডিটি রাখবেন সবসময়। তাহলে সোসাইটিতে চলতে কোন সমস্যা হবে না।
কেউ কেউ হয়তো আপনার এমন আচরণ ভালো চোখে দেখবে না, বাট আপনার অভারঅল গুরুত্ব বৃদ্ধি পাবে। মানবিকতার দিক দিয়ে বিষয়টা খারাপ, বাট এখানে মানবিকতা দেখাতে গেলে আপনাকে মাস্ট কষ্ট পেতেই হবে।

Re: মানষিক ব্যাক্তিত্ত্য কি ভাবে তৈরি করব?

brokenheart neutral nailbiting nailbiting confusedআমারো একি সমস্যা। কিন্তু আমার বড় সমস্যা একটু বেশি কথা বলি। কারো সাথে কথা না বলে থাকতে পারি না। এইজন্য আমাকে অনেকে পছন্দ করে না। আমি মিথ্যা কথা বলি না। কাউকে কষ্ট দিয়ে কথা বলি না বা কেউ কষ্ট পাবে এমন কথাও বলিনা। আমার কথা গুলো গুছিয়ে বলতে পারি না। আমি মানুষের সাথে যেটা ফাজলামি করে বলি মানুষ তা সত্যি মনে করে, আর যে কথা সত্যি করে বলি মানুষ তা ফাজলামি মনে করে। এ কারনে মনের মানুষ ও দূরে চলে গেছে। এই সমস্যা গুলো থেকে উত্তরনের উপায় কি?   neutral mail blushing sick thumbs_up sleeping worried love sleeping