সবাইকে ধন্যবাদ। অনেক দিন পর এই টপিকে লিখছি, বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ফ্রিল্যান্সার হিসাবে আমার বর্তমান অবস্থা আপনাদের সাথে শেয়ার করার জন্য লিখছি।
আমি মে মাস থেকে ওডেস্কে কাজ ধরার চেষ্টা শুরু করি। মজার বিষয় হচ্ছে সবার ক্ষেত্রে যা হয়, প্রথম কাজ পেতে অনেক সময় লেগে যায়; আমার হয়েছিল ঠিক এর উল্টা। প্রথম এপ্লাই করা চারটি জবের মধ্যে তিনটিই আমি পেয়ে যাই।
ব্যপারটি একটু আশ্চর্যজনকই। যদিও সে গুলি বেশি অর্থ মুল্যের না। তার মধ্যে একটা আবার ছিল আমাদের স্বদেশী ভাইয়ের, যিনি এখন পর্যন্ত আমার ৭ ডলার পরিশোধ করেননি।

শুরু এই সাফল্য আমাকে উৎসাহিত করলেও তারপরের কাহিনী অপেক্ষার। পরবর্তী দেড় মাস আর কোন কাজ পেলাম না। তখন ধৈর্য ধরে আপ্লাই করে যেতাম। আর বিভিন্ন ভাবে নিজেকে আর প্রস্তুত করতাম- নিজের প্রোফাইল হালনাগাদ ও আকর্ষনীয় করা, পোর্টফলিও যোগ করা, কয়েক ধরনের ভাল কভার লেটার প্রস্তুত রাখা। এসবের জন্য পর্যাপ্ত গাইড লাইন ওডেস্কেই আছে।
দেড় মাস পর থেকে নিয়মিত কাজ পেতে থাকলাম। কিছু হিসাব মেনে চললে কাজ পাওয়া খুব কঠিন কিছু না। বিষেশত কোন সময় এপ্লাই করতে হবে তাও খুব গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে সব সময় সৎ থাকার চেষ্টা করি। টাকা নয়, বরং কর্মী হিসাবে নিজের সম্মানটাই সব সময় বেশি গুরুত দিয়েছি। বিশেষত আমার সাথে আমি আমার দেশকেও অন্যদের কাছে রিপ্রেজেন্ট করছি এটা সব সময় মাথায় রেখেছি। ফলে অধিকাংশ কাজের চুক্তি দীর্ঘ সময় ধরে চলছে।
ফ্রিল্যান্সার হিসাবে কাজ শুরু করার স্বীদ্ধান্ত নেওয়ার পর আমার চাকুরীটা ছেড়ে দেই। যদিও তখন নিয়মিত কাজ পেতাম না, কিন্তু সাহস করে চাকুরী ছেড়ে দেওয়ার স্বীদ্ধান্তটি খুব ভাল স্বীদ্ধান্তা ছিল বলে মনে হয়। এখন আমি নিজের সময় সুবিধা মত কাজ করি। নতুন একটি পার্ট টাইম চাকুরী শুরু করছি, ফলে পুরো সময় ফ্রিল্যান্সিং এ দেওয়া সম্ভব হয় না। এখন মাসে ওডেস্ক থেকে ৪৫০ - ৫০০ ডলার আয় হয়।
আমার জন্য সবাই দোয়া করবেন। আমি নিজেকে এমন ভাবে তৈরী করতে চাই যেন, আমি আরও কিছু মানুষকে সহযোগিতা করতে পারি নিজের পায়ে দাড়াতে। নিজের সাহায্যের জন্য প্রজন্মের কাছে এসেছিলাম। আপনাদের মন্তব্য আমাকে উৎসাহ দিয়েছিল। তাই মনে হল বর্তমান অবস্থা আপনাদের সাথে শেয়ার করা উচিৎ। লেখায় কোন ভুল থাকলে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখার অনুরোধ থাকলো।