টপিকঃ ব্যায়ামাগার (Gym) সংক্রান্ত আলোচনা
শরীর স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত জিম করা উচিত। সেই জীম সংক্রান্ত আলোচনা করুন এখানে।
সম্প্রতি একটা GYM এ ভর্তি হলাম (ELB খিলগাও তে। ১০০০ টাকা ৩ মাস)
তো যাই হোক। যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হলো (শুধুমাত্র ছেলেরা দেখবে),
ওরা শুধু বলে আন্ডারয়ার যেন পড়ি। বারবার একই কথা। আমার বন্ধুরাও যারা ভর্তি হয়েছে আগেই প্রথমেই এই কথাই বলে যেন আন্ডারয়ার পড়ি। এর কারনটা কি? জিমের সংগে আন্ডারয়ার কেন এত ওতপ্রতভাবে জড়িত?