টপিকঃ আমার শরিরের ৩ টি সমস্যা। সমাধান চাই

১. আমার সামনের পাটির দাত গুলোর মধ্যে ৪ টা দাত একটু উচু। এইটা কি ঠিক করা যাবে?? ইয়ে মানে কত টাকার মত লাগতে পারে বলবেন প্লিজ।

২. আমার নাকের ২ পাশের এক পাশের হাড় একটু বেশী হয়েছে এইজন্য ছবি তুললে নাকটা একটু ব্যাকা দেখা যায়। তাই চেহারা নষ্ট দেখা যায়। এই হাড় টা কি কমানোর কোন সিসটেম আছে? তা না হলে এক সাইডে হাড় একটু কম ওইটা একটু বাড়ানো যাবে?

৩. সাস্থ্য ভাল করার কি কোন উপায় আছে? আমার বয়স:- 18 ওজন:-51 কেজি। আমার দরাকার 60 কেজি। আমাদের এখানে ভাল জিম নেই মাসে 500 টাকা দিতে হয়।

প্লিজ একটু সমাধান দিন। দাতের জন্য লোকজনের সামনে উচ্চ জোড়ে হাসতে পারি না। একবার এক বন্ধু আমাকে রিতীমত অপমান করেছিল। একটা মজার গল্প শোনার সময় সবাই যখন উচ্চ জোড়ে হাসলো আমি আর হাসি চেপে রাখতে না পেরে হাসতে শুরু করলাম আর ওই বন্ধু আমাকে দেখি আমার মত হেসে আমাকে দেখালো। আর নাকের জন্য আমি ছবি তুলে শান্তু পাচ্ছি না ব্যাকা দেখা যায়। আমার নাকটা সুন্দর আছে কিন্তু একটু হাড় বারতির জন্য ব্যাকা হয়েছে তাই খারাপ দেখায়। আমার ধারনা কি জানেন আমার সাস্থ্য খুবই খারাপ সেইজন্য নাকি নাকটা বেশী ব্যাকা দেখা যায়। স্যাস্থ ভাল হলে একটু পরিবর্তন হবে নাকটার। আর সাস্থ্য খারাপ এর জন্য ভাল প্যান্ট পড়তে পারি না ভাল জামা পড়তে পারি না।একদিম খারাপ দেখায়।

Re: আমার শরিরের ৩ টি সমস্যা। সমাধান চাই

ফান পোস্ট নাকি সিরিয়াস বুঝতে পারলাম না। sad

Re: আমার শরিরের ৩ টি সমস্যা। সমাধান চাই

তোর শরীরে নতুন অপারেটিং সিস্টেম দেওয়া লাগবে

জীবনের উদ্দেশ্য মইনাস প্রাপ্তি

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: আমার শরিরের ৩ টি সমস্যা। সমাধান চাই

নাক আপনি যা ইচ্চা তাই করতে পারবেন। তবে ছুরি কাঁচির নিচে সপে দিতে হবে।
দাত ভেংগে নকল দাত লাগাতে পারেন।
স্বাস্থ ভালো করতে ওয়েট গেইনার খান।

Btw. আমি একজন গরুর দালালকে এসব উপদেশ দিচ্ছি কেন?  whats_the_matter whats_the_matter

Re: আমার শরিরের ৩ টি সমস্যা। সমাধান চাই

দাতের জন্য আপনি ডেন্টাল কেয়ারে যোগাযোগ করিতে পারেন। 1500 টাকার মত লাগবে। আর বাড়তি হারের জন্য হাতুরি দিয়ে পিটিয়ে সোজা করতে পারেন। আর ভাল সাস্থ্যর জন্য প্রচুর খাটুন তাহলে দেখবেন খাওয়ার চাহিদা বেড়ে গেছে আর বডি বিল্ডার হয়ে যাবেন।

Re: আমার শরিরের ৩ টি সমস্যা। সমাধান চাই

জীবনের উদ্দেশ্য মইনাস প্রাপ্তি

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: আমার শরিরের ৩ টি সমস্যা। সমাধান চাই

শরীরের*

শ্রাবন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: আমার শরিরের ৩ টি সমস্যা। সমাধান চাই

সবাই যে টিপস দিয়েছে তাই গ্রহণ করুন ৷

Re: আমার শরিরের ৩ টি সমস্যা। সমাধান চাই

পোষ্টটা সিরিয়াসও হতে পারে । আমি নিশ্চিত সিরিয়াস ভাবেই তিনিজানতে চেয়েছেন

খাওয়া ধাওয়া করেন ভাল করে তাহলেই স্বাস্থ্য ভাল হবে । আর দাতের ডাক্তারের কাছে একবার গেলে বাপরে । ডাক্তাররা যে কসাই ....... কেমন করে টাকা নেয় । এক একটা সিটিং বাড়াবে আর হাজার টাকা গুনবে । আমার বোনের একটা দাতের ক্যাপ লাগাবে তাতেই ৯/১০০০০ টাকার মত লাগতেছে । এই পর্যন্ত আট হাজার গেছে । আরও দুইটা সিটিং আছে sad

১০

Re: আমার শরিরের ৩ টি সমস্যা। সমাধান চাই

বাহ ফোরামে দেখি নবীণদের জোয়ার বইতাছে!!!

১১

Re: আমার শরিরের ৩ টি সমস্যা। সমাধান চাই

১২

Re: আমার শরিরের ৩ টি সমস্যা। সমাধান চাই

ফোরামে সব সময় কোন কিছুই সিরিয়াস হিসাবে নেওয়া হয় না।