টপিকঃ আমার শরিরের ৩ টি সমস্যা। সমাধান চাই
১. আমার সামনের পাটির দাত গুলোর মধ্যে ৪ টা দাত একটু উচু। এইটা কি ঠিক করা যাবে?? ইয়ে মানে কত টাকার মত লাগতে পারে বলবেন প্লিজ।
২. আমার নাকের ২ পাশের এক পাশের হাড় একটু বেশী হয়েছে এইজন্য ছবি তুললে নাকটা একটু ব্যাকা দেখা যায়। তাই চেহারা নষ্ট দেখা যায়। এই হাড় টা কি কমানোর কোন সিসটেম আছে? তা না হলে এক সাইডে হাড় একটু কম ওইটা একটু বাড়ানো যাবে?
৩. সাস্থ্য ভাল করার কি কোন উপায় আছে? আমার বয়স:- 18 ওজন:-51 কেজি। আমার দরাকার 60 কেজি। আমাদের এখানে ভাল জিম নেই মাসে 500 টাকা দিতে হয়।
প্লিজ একটু সমাধান দিন। দাতের জন্য লোকজনের সামনে উচ্চ জোড়ে হাসতে পারি না। একবার এক বন্ধু আমাকে রিতীমত অপমান করেছিল। একটা মজার গল্প শোনার সময় সবাই যখন উচ্চ জোড়ে হাসলো আমি আর হাসি চেপে রাখতে না পেরে হাসতে শুরু করলাম আর ওই বন্ধু আমাকে দেখি আমার মত হেসে আমাকে দেখালো। আর নাকের জন্য আমি ছবি তুলে শান্তু পাচ্ছি না ব্যাকা দেখা যায়। আমার নাকটা সুন্দর আছে কিন্তু একটু হাড় বারতির জন্য ব্যাকা হয়েছে তাই খারাপ দেখায়। আমার ধারনা কি জানেন আমার সাস্থ্য খুবই খারাপ সেইজন্য নাকি নাকটা বেশী ব্যাকা দেখা যায়। স্যাস্থ ভাল হলে একটু পরিবর্তন হবে নাকটার। আর সাস্থ্য খারাপ এর জন্য ভাল প্যান্ট পড়তে পারি না ভাল জামা পড়তে পারি না।একদিম খারাপ দেখায়।