সর্বশেষ সম্পাদনা করেছেন সাফায়েত (২২-০৩-২০১৪ ১২:২১)

টপিকঃ বুকের বাম পাশে ব্যাথা

Re: বুকের বাম পাশে ব্যাথা

Re: বুকের বাম পাশে ব্যাথা

Re: বুকের বাম পাশে ব্যাথা

আমার তো এই সমস্যা আরো ৮/১০ বছর ধরে, অনেক আগে কোন এক ডাক্তার হার্টের কি এক হালকা সমস্যার কথা বলেছিলো অবশ্য sad

আমার প্রধান সমস্যা ভারী কাজ করলে বা হালকা দৌড় দিলেই হার্টবিট এত্তো ভয়ংকর ভাবে বেড়ে যায়  dontsee আর মাঝে চিনচিনে একটা ব্যাথা হয়, মনে হয় বুকের মধ্যে একটা সুই আছে আমার  hairpull বিরক্তিকর বিষয়  donttell

পোস্টকারীকে পরামর্শ দেয়ার সময় আমাকেই কেউ একটু দেইখেন  big_smile

ঘুমন্ত সজীব এবং সমালোচক ভাইয়ের প্রতি শুভকামনা রইলো

Re: বুকের বাম পাশে ব্যাথা

Re: বুকের বাম পাশে ব্যাথা

Re: বুকের বাম পাশে ব্যাথা

যাদের যাদের এ সমস্যা আছে, তাদেরকে সমস্যাটাকে অবহেলা না করার অনুরোধ থাকবে। প্রয়োজনে ডাক্তার দেখান।

সর্বশেষ সম্পাদনা করেছেন সাফায়েত (২২-০৩-২০১৪ ১২:২৬)

Re: বুকের বাম পাশে ব্যাথা

যাকেই বলছি সবাই এই একই কথা বলছে। এখন মনে হল, ঘুমাতে যাবার ৩-৪ ঘণ্টা আগে রাতে চা খেয়েছিলাম। কিন্তু চা থেকে যে গ্যাসের সমস্যা দেখা দিবে আগে বুঝিনি। শুনেছি রাত জাগলেও এই ধরনের সমস্যা দেখা দেয়। রাত তো হরহামেশায় জাগা হয়।

ইদানিং পরিশ্রম বলতে "কম্পিউটার-ঘুম-খাওয়া-ওয়াশ রুম" বৃত্তাকারে চলছেই। প্রতিদিন ভাবি হাঁটাহাঁটি করতে হবে, সেই দিন আর আসে না। তবে আমি প্রতিজ্ঞাবদ্ধ, কাল থেকে হাঁটাহাঁটি করতে হবে।

আমার বাবা বলেন, সুস্থতা আল্লাহ্‌'তালার সবচেয়ে বড় নিয়ামত। এই ৬০-৬৫ বছর বয়সেও আল্লাহর অশেষ রহমতে তার কোন রোগ-বালাই নাই। একটি অপ্রাসঙ্গিক কিন্তু গুরুত্বপূর্ণ কথা না বলেই পারছিনা, আমার বাবা প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচটি ভিন্ন ভিন্ন মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করেন। এতে করে তার হাঁটাহাঁটিও হয় আবার এলাকার সবার সাথে পাঁচবার করে দেখা হয়।

সমালোচক, মরুভূমির জলদস্যু, RUSSEL13, মেরাজ০৭, গৌতম ভাই আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের সুখী ও সুস্থ জীবন কামনা করছি।

Re: বুকের বাম পাশে ব্যাথা

১০

Re: বুকের বাম পাশে ব্যাথা

১১

Re: বুকের বাম পাশে ব্যাথা

বুকের বাম পাশে ব্যাথা, গ্যাসের জন্যও হতে পারে, তবে ডাক্তারের পরামর্শ নেয়া উচিৎ,
রাতে ঘুম হয়নি কেমন যেন শরীর জ্বালা পোড়া করছিলো বলে ডাক্তারের কাছে যাই ডাক্তার ইসিজি, ইকো, সহ বেশ কিছু টেস্ট দেয়, যার মুল্য আসে ৭৫০০ টাকা  ল্যাব এ্‌ইড গুলশান, আমি ইকো আর ইসিজি ছাড়া আর কিছু এখনও করতে পারিনি, বেশ কিছুদিন যাবৎ গার্মেন্টস ফ্যাক্টরী নিয়ে চাপে আছি

১২

Re: বুকের বাম পাশে ব্যাথা

১৩

Re: বুকের বাম পাশে ব্যাথা

গ্যাস্ট্রিক হইছে। টেনশনের কিছু নাই। আমারও এইরকম হইছিল। আমি ভয়ে এসপিরিনও সাথে রাখতাম। যদি হার্টএ্যাটাকে পড়ি। শেষে ইসিজি করে দেখলাম ঠিক আছি।
Maxpro 20mg (Esomeprazole) খান, রাতে খাবার পরে একটা। কয়েকদিন খেলেই ঠিক হয়ে যাবে।

আলহামদুলিল্লাহ!

১৪

Re: বুকের বাম পাশে ব্যাথা