টপিকঃ মাইক্রোসফটের মোবাইল মার্কেটে ব্যর্থতা
একসময় অনেকে মনে করতেন, উইন্ডোজকে হারিয়ে দিতে পারবে না কোন ওএস। লিনাক্সের সঙ্গে তুলনা করা হাস্যকর ইত্যাদি অনেক ধরনের উপমা দিতেন। সেই লিনাক্সের চাইল্ড একটা ওএস মোবাইল মার্কেটে মূল উইন্ডোজকে চ্যালেঞ্জ জানিয়ে প্রায় হারিয়ে দেয়ার উপক্রম। এদিকে ডেস্কটপ, ল্যাপটপের মার্কেটে ট্যাবলেট দিয়ে মার্কেট শেয়ারে ভাগ বসাতে শুরু করেছে এন্ড্রয়েড। প্রতি বছর প্রায় ১০% করে ডেস্কটপ, ল্যাপটপ বিক্রি কমতে শুরু করেছে আর সেই সাথে উইন্ডোজের বিক্রিও।
নকিয়াকে সাথে নিয়েও মাইক্রোসফট উইন্ডোজকে জনপ্রিয় করতে পারেনি। বিকল্প হিসেবে ডুয়াল বুটে এন্ড্রয়েড এর সাথে উইন্ডোজ দেয়া শুরু করবে বলে চিন্তা ভাবনা করছে। এমনকি ভারতে মোবাইলে উইন্ডোজ ফ্রি দেয়া শুরু করবে বলে মনে হয়।
নকিয়াকে বাচানোর জন্য এক্স সিরিজের একটি ফর্ক এন্ড্রয়েড দিয়ে যাত্রা শুরু করেছে যেটার ইন্টারফেস হুবহু উইন্ডোজের মত। ঠিক যেমনটা অনেক লিনাক্স ডিস্ট্রো জনপ্রিয় হবার চেষ্টায় উইন্ডোজের মত ইন্টারফেস দিত সেরকম একটা প্রচেষ্টা।
এখন মনে হচ্ছে উইন্ডোজের অবস্থা লিনাক্সের মত অন্ততঃ মোবাইল মার্কেটে। আপনারা কি বলেন?