টপিকঃ আজ ভারত হারলে কি কি তে পারে?
আজ বাংলাদেশ ভারতের খেলা, নিশ্চিত ভারত আবারও শোচনীয় ভাবে হারবে, যেমন ভাবে হেরেছিলো এশিয়া কাপে, বাংলাদেশের মাটিতে, আচ্ছা আজ ভারত হারলেকি কি হতে পারে
ভারতের অন্ধ ভক্তরা কান্না করবে,
বলবে আরেকবার মজা দেখাবো,
দু'গালে ভারতের পতাকার আলপনা টা মুছে ফেলবে,
মাথায় বাধা ভরতেরপতাকাটা ভাজকরে আলমারতে রাখবে,
পাকিস্তানের পন্য ব্যাবহার বন্ধ করতে বলবে,
যারা পাকিস্তানকে সমর্থন করেছে তাদেরকে রাজাকার বলবে,
নিজেদের চুল নিজেরা ছিঁড়বে,
ঘরে গিয়ে বউয়ের সাথে ঝড়গা করবে,
বলবে এমপেয়ার টাকা খেয়েছে,
বিড়াল এসে টপিক দিবে
" গ্যালারীতে" যে যে মেরি মি বলেছে তাদেরকে গালি দিবে,
কচি কচি দের কথা বলে পাকিস্তানিদের গালি দিবে,
স্টেডিয়াম থেকে বের হয়ে সিগারেট ধরাবে,
আর কি কি করতে পারে দয়া করে জানাবেন
কথার কথা : আর যদি কোন ভাবে ভাগ্যের গুনে ভারত জিতে বসে তবে বলবে, এই মার্চ মাসে বাংলার মাটিতে আমরা পাকিস্তানকে হারিয়েছি, এই দেশের ৯০% দর্শক রাজাকার কারন তারা পাকিস্তানকে সমর্থন করেছে, ইত্যাদি