টপিকঃ প্রজন্ম ফোরাম ওপেন করতে সমস্যা
এক অতিব আজব সমস্যার মাঝে পড়ে পোষ্ট দিলাম। প্রথমে সমস্যাটা বলি-
আমি অফিসে যে ল্যাপিটা ব্যবহার করি তার ক্রোম, ফায়ারফক্স ব্রাউজার দিয়ে ফোরাম লগিন করলে লোডিং হতেই থাকে তো হতেই থাকে। আমি যে কোম্পানির নেট ব্যবহার করছি অফিসে প্রথমে মনে করেছিলাম তাদের কোন সমস্যা। কিন্তু এখন দেখছি তা নয়। কারন আমার নিজস্ব ল্যাপি আজ অফিসে এসে চেক করেছি, প্রজন্ম ভালো ভাবেই চলছে। আমার মোবাইল দিয়েও প্রজন্ম ভালো ভাবেই চলছে।
যা যা করছি-
ব্রাউজারের সকল কুকি, ক্যাশ ডিলিট করেছি।
নতুন করে ব্রাউজার আইনইনস্টল করে ইনস্টল করেও দেখিছি।
সি ক্লিনার দিয়ে পুরো পিসির সমস্ত কিছু ক্লিন করে দেখেছি।
এড ওন সব রিমুভ করে দেখেছি।
ফায়ার ফক্স সেইভ মুডে ওপেন করেও দেখেছি।
কোন কিছুতেই সমস্যার সমাধান হয় নাই।
কারো কাছে কি আর কোন সমাধান আছে যা দিয়ে ট্রাই মেরে দেখতে পারি ঠিক হয় কিনা। আবারো বলছি- সমস্যা হচ্ছে অফিসের আমার ল্যাপি দিয়ে দুনিয়ার সকল সাইটই ওপেন হয় শুধু মাত্র প্রজন্ম ওপেন হতে লোডিং দেখাতে থাকে তো থাকেই এবং এক দুই মিনিট পর পেজ লোড হয়
বিঃদ্রঃ কেউ অপারেটিং সিস্টেম দিতে বলবেন না প্লিজ। কারন অপারেটিং সিস্টেম দেওয়া বে সম্ভব কাজ। এই পিসিতে একটা সফট চলছে যা আমি অপারেটিং সিস্টেম দিয়ে আবারো সেটাপ করতে পারবো না। শো এই অপশন বাদে আর কি কি পদক্ষেপ নিতে পারি একটু জানাবেন প্লিজ।