টপিকঃ প্রজন্ম ফোরাম ওপেন করতে সমস্যা

এক অতিব আজব সমস্যার মাঝে পড়ে পোষ্ট দিলাম। প্রথমে সমস্যাটা বলি-
আমি অফিসে যে ল্যাপিটা ব্যবহার করি তার ক্রোম, ফায়ারফক্স ব্রাউজার দিয়ে ফোরাম লগিন করলে লোডিং হতেই থাকে তো হতেই থাকে। আমি যে কোম্পানির নেট ব্যবহার করছি অফিসে প্রথমে মনে করেছিলাম তাদের কোন সমস্যা। কিন্তু এখন দেখছি তা নয়। কারন আমার নিজস্ব ল্যাপি আজ অফিসে এসে চেক করেছি, প্রজন্ম ভালো ভাবেই চলছে। আমার মোবাইল দিয়েও প্রজন্ম ভালো ভাবেই চলছে।

যা যা করছি-
ব্রাউজারের সকল কুকি, ক্যাশ ডিলিট করেছি।
নতুন করে ব্রাউজার আইনইনস্টল করে ইনস্টল করেও দেখিছি।
সি ক্লিনার দিয়ে পুরো পিসির সমস্ত কিছু ক্লিন করে দেখেছি।
এড ওন সব রিমুভ করে দেখেছি।
ফায়ার ফক্স সেইভ মুডে ওপেন করেও দেখেছি।

কোন কিছুতেই সমস্যার সমাধান হয় নাই।

কারো কাছে কি আর কোন সমাধান আছে যা দিয়ে ট্রাই মেরে দেখতে পারি ঠিক হয় কিনা। আবারো বলছি- সমস্যা হচ্ছে অফিসের আমার ল্যাপি দিয়ে দুনিয়ার সকল সাইটই ওপেন হয় শুধু মাত্র প্রজন্ম ওপেন হতে লোডিং দেখাতে থাকে তো থাকেই এবং এক দুই মিনিট পর পেজ লোড হয়  sad

বিঃদ্রঃ কেউ অপারেটিং সিস্টেম দিতে বলবেন না প্লিজ। কারন অপারেটিং সিস্টেম দেওয়া বে সম্ভব কাজ। এই পিসিতে একটা সফট চলছে যা আমি অপারেটিং সিস্টেম দিয়ে আবারো সেটাপ করতে পারবো না। শো এই অপশন বাদে আর কি কি পদক্ষেপ নিতে পারি একটু জানাবেন প্লিজ।

আমাকে কোথাও পাবেন না।

Re: প্রজন্ম ফোরাম ওপেন করতে সমস্যা

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: প্রজন্ম ফোরাম ওপেন করতে সমস্যা

কোনই সমাধান হয় নাই  worried আগের মতোই অবস্থা  dontsee

আমাকে কোথাও পাবেন না।

Re: প্রজন্ম ফোরাম ওপেন করতে সমস্যা

GOOGLE DNS দিয়ে দেখুন কাজ হয় কিনা।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: প্রজন্ম ফোরাম ওপেন করতে সমস্যা

ল্যাপিতে মনে হয় প্রজন্ম ব্লক করা কোনো সফ্ট দিয়ে।

Re: প্রজন্ম ফোরাম ওপেন করতে সমস্যা

আমাকে কোথাও পাবেন না।

Re: প্রজন্ম ফোরাম ওপেন করতে সমস্যা

Re: প্রজন্ম ফোরাম ওপেন করতে সমস্যা

আমাকে কোথাও পাবেন না।

Re: প্রজন্ম ফোরাম ওপেন করতে সমস্যা

DNS ইস্যু হওয়ার সম্ভাবনাই বেশি!

১০

Re: প্রজন্ম ফোরাম ওপেন করতে সমস্যা

আমাকে কোথাও পাবেন না।

১১

Re: প্রজন্ম ফোরাম ওপেন করতে সমস্যা

আমারও আজকে প্রজন্ম,হোস্টপেয়ার এ দুটো সাইট পিসিতে লোড হচ্ছেনা। মোবাইলে ঢুকা যায় কিন্তু প্রক্সি দিয়ে ঢুকা লাগতেছে sad

১২

Re: প্রজন্ম ফোরাম ওপেন করতে সমস্যা

মনেহয়না কোন কাজ হবে, তবুও একবার ipconfig /flushdns মেরে দেখতে পারেন।

কিছু কিছু ক্ষেত্রে সিসিক্লিনার জাতীয় সফটওয়্যার দিয়ে রেজিস্ট্রি/ক্যাশ এগুলো ক্লিন করলে কাজ হয়। কিন্তু অফিসের পিসিতে এসব করাটা ঠিক হবে কিনা জানিনা, সো করলে নিজ দায়িত্বে কইরেন।  tongue