টপিকঃ ব্রাউজার গেম E-sim
চলুন আপনাকে নিয়ে যাই আমাদের e-Sim এর ভুবনে
e-Sim হচ্ছে একটি ইন্টারনেট ভিত্তিক browser গেম যা আপনাকে দিবে অনলাইনে বসে বাস্তব জীবনের সকল অভিজ্ঞতার একটি কাল্পনিক জীবন!
এ জন্যে আপনাকে গেম ইন্সটল করতে হবে না অন্যান্য গেমের মত। আপনার প্রয়োজন কেবল ইন্টারনেট সংযোগ। আর হ্যা! একটি কম্পিউটার/নোটবুক ও তো লাগবে
আসলে এই গেমের দৈনন্দিন কাজগুলো করতে আপনাকে যে খুব বেশি সময় দিতে হবে তা কিন্তু নয়। দৈনন্দিন কাজ বলতে আছে শুধু Work, Train আর Fight. আনুমানিক ১০ থেকে ২০ মিনিটের মত লাগে এই কাজ গুলো করতে। তবে আপনি যদি আপনার দেশে জনপ্রিয় হতে চান তবে আপনাকে Rizon চ্যাট রুমে যোগ দিতে হবে।
আপনাদের যারা এই ধরনের গেমের সাথে পূর্বপরিচিত নন তাদের জন্যে আমি এখানে কিছু বিষয় বুঝানোর চেষ্টা করব।
প্রথমতঃ আপনি একজন নতুন খেলোয়াড় যাকে আমরা baby বলে থাকি। তবে গেমের কিছু বিষয় শেখার পর আপনি হতে পারবেন একজন রাজনীতিবীদ, ব্যাবসায়ী/বিনিয়োগকারী, দলনেতা, সেনা প্রধাণ, স্টক কোম্পানির CEO, সাংবাদিক ইত্যাদি।
জেনেরাখুন, এখানে জনপ্রিয় হবার সর্বোত্তম পন্থা হচ্ছে ভালো ভালো প্রতিবেদন (article) লেখা। আপনি একজন যোদ্ধা হয়ে, দেশের জন্যে যুদ্ধ করে আপনার দেশকে অন্য দেশ দখল করে আরো শক্তিশালী হতে এবং e-sim এর অন্যতম সেরা রাষ্ট্রে পরিণত হতে সাহায্য করতে পারেন।
প্রতিটি দেশেই রাজনীতির ব্যবস্থা রয়েছে যাতে আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন। আপনি সংসদ সদস্য হতে পারেন, এমন কি আপনার রাষ্ট্রের রাষ্ট্রপতি ও হতে পারেন। রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারে।
১, ২ ও ৩ নম্বর ঘর গুলো আপনি ব্যাবহার করতে পারবেন কেবল যদি আপনি ইতঃমধ্যেই একজন নিবন্ধীত সদস্য হয়ে থাকেন।
৪. আপনি যে নামে আকাউন্ট খুলতে চান তা লিখুন
৫. আপনার পাসওয়ার্ড (কখনও অন্য কেউকে দিবেন না )
৬. যে দেশের নাগরিক হয়ে খেলতে চান সেই দেশটি নির্বাচন করুন।
৭. যে খেলোয়াড় আপনাকে এই গেম খেলায় উদ্বুদ্ধ করেছেন গেমে ব্যবহৃত তার নাম লিখুন
৮. ছোট বক্স টি তে টিক দিন এবং sign in এ ক্লিক করুন।
একটি নমুনা হিসেবে এখানে দেখানো হল Primera –তে বাংলাদেশের মানচিত্র কেমন দেখা যায়!
আপনি কি অবাক হচ্ছেন এটা দেখে যে বাংলাদেশের মানচিত্রটি বাস্তবের তুলনায় এত বিস্তৃত কেন? হ্যা! আপনি স্বপ্ন দেখছেন না। বাংলাদেশ বর্তমানে পাকিস্তানের কিছু অংশ দখল করে রেখেছে এই গেমে! হয়তো যখন আপনি আরো অভিজ্ঞতা লাভ করবেন, আমরা আমাদের পার্শবর্তী দেশ থাইল্যান্ড দখলের ব্যাপারে ও আলোচনা করবো, আপনি কি আমাদের সাথে যোগ দিতে আগ্রহী? খোলামনে আসুন আমাদের সাথে, যুদ্ধে প্রতিটি হাতই মূল্যবান।
আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান এবং গেমের ব্যাপারে আরো কিছু জানতে চান, বিনা দিধায় Rizon-এ আমাদের IRC চ্যাট রুমে চলে আসুন, সুধু নিচের ছবিটিতে ক্লিক করলে ই হবে
হোম পেজ এর বিবরণ
1. মেন্যুবার : আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে My Places (আমার বিষয়-বস্তু) , Market Statistics (বাজার পরিসংখ্যান) , News (খবর) এবং Country (দেশ)।
2. এখানে আপনি দেখতে পাবেন avatar (ছবি), messages (বার্তা), আপনার notifications (দৃষ্টি আকর্ষণ), এছাড়াও এগুলোর পাশে একটি কলাম রয়েছে যেখানে আপনি আপনার নির্বাচিত কিছু খবরের কাগজের নতুন প্রতিবেদন গুলো দেখতে পারবেন।
3. ক্যালেন্ডার ও ঘড়ি।
4. এখানে আপনি গেমের ভাষা ব্যাবহার পরিবর্তন করতে পারবেন, দেখতে পারবেন কি কি দৈনন্দিন কাজ বাকি রয়েছে, এখানে শর্ট-কাট দেয়া আছে আপনার কাজ সহজ করে দিতে।
5. এটি সম্পূর্ণ পরিসংখ্যান সম্পর্কিত। আপনার নাম থেকে শুরু করে আপনার সেনা পদবী, অভিজ্ঞতার (Xp) পরিমাণ এবং স্বাস্থ্য (Health) লেভেল।
6. এখানে আপনি আপনার হারানো স্বাস্থ্য (health) পূণপ্রতিষ্ঠা করতে পারবেন। ৩ ভাবে স্বাস্থ্য (health) পূণপ্রতিষ্ঠা করা যায়। খাদ্য খাওয়া, গিফট ব্যবহার বা দিন পরিবর্তন পর্যন্ত অপেক্ষা করা (৫০+স্বাস্থ্য বৃদ্ধী ঘটে প্রতি দিন পরিবর্তনে)
7. এখানে আপনার অর্থনৈতিক যোগ্যতা, শক্তি, বর্তমান অবস্থান, নাগরীকত্ব ও আপনার সর্বমোট অর্থের পরিমাণ।
8. এখানে আপনি দেখতে পারবেন আপনার কাছে কোন আইটেম কি পরিমাণে আছে - কাঁচামাল, তৈরি দ্রব্য। এখানে আপনি logout বাটন ও দেখতে পারবেন।
9. নবম পয়েন্টটির কথা ভুলে যাবেন না। এখানে বিভিন্ন প্রয়োজনীয় যোগাযোগের জন্যে বিভিন্ন লিঙ্ক দেয়া আছে যেমন গেমের নিয়মাবলী, গোপনীয়তা নীতিমালা, আবেদন পত্র, স্টাফ মেম্বার দের লিস্ট, উইকিপিডিয়া, IRC এবং টিকেট সিস্টেম।
10. চ্যাট রুম
11. খবরের কলাম
12. আওয়াজ (Shout), অনেকটা ফেসবুক স্টেটাস বা টুইটারের টুইটের মত।
13. eSim-এর ফেসবুক ফ্যানপেজ
14. চলমান যুদ্ধগুলোর তালিকা
15. সাম্প্রতিক ও বিশ্বস্ত খবরের তালিকা
Military (সামরিক): e – sim-এর বিশ্বব্যাপী যুদ্ধ সম্পর্কিত খবর।
Political (রাজনৈতিক): বিভিন্ন দেশের রাজনৈতিক খবর। কোন গুরুত্বপূর্ণ খবর যেন ছুটে না যায় সে জন্যে ইভেন্ট গুলো চেক করতে ভুলবেন না যেন।
16. eSim Twitter: এখানে আপনি e - sim এর সর্বশেষ টুইট গুলো দেখতে পারবেন।
To PLay This Game Go to this link http://primera.e-sim.org/lan.330266