টপিকঃ ATA হার্ড ডিস্কের ডাটা রিকভারি
২০০১ সালে কেনা একটা কম্পিউটারের হার্ড ডিস্ক এটি, ২০০৬ পর্যন্ত ব্যবহার হয়েছে। এরপর একাধিক ল্যাপটপ থাকায় কম্পিউটার টি আর ব্যবহার হয়নি। বছর খানেক আগে হার্ড ডিস্ক বাদে গোটা কম্পিউটার টি একজনকে দিয়ে দেয়া হয়েছে। এখন যেহেতু ATA পোর্ট নেই, ডিস্কটি ভাল কিনা চেক করার উপায় ও নেই। আমার প্রশ্নঃ দীর্ঘদিন ফেলে রাখলে ডিস্কে ফিজিক্যাল ড্যামেজ হয় কিনা এবং যদি না হয় তাহলে এটার ডাটা বের করার উপায় কী? অর্থাৎ কোথায় নিলে এ ব্যাপারে সাহায্য করতে পারবে?